বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছেন প্রধান উপদেষ্টা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে প্রধান উপদেষ্টা হাসপাতালে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানিয়েছে চেয়ারপাসনের ব্যাক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার।

গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এর চার দিন পর ২৭ নভেম্বর থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি।

আর্থ্রাইটিস, কিডনি জটিলতার সঙ্গে নতুন করে ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ দেখা দেয় বিএনপির চেয়ারপারসনের। গত কয়েকদিন থেকেই এ অবস্থার তেমন কোন পরিবর্তন হয়নি।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img