বৃহস্পতিবার | ৪ ডিসেম্বর | ২০২৫

পাঁচ প্রতিবেশীর মতো পাকিস্তানের সঙ্গেও ভালো সম্পর্ক চায় আফগানিস্তান : মাওলানা মুত্তাকী

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী বলেছেন, দুই দেশের মধ্যে উত্তেজনা যেন না বাড়ে, সেই কারণে পাকিস্তানের সব ধরনের আচরণ ইমারাতে ইসলামিয়া সহ্য করে এসেছে।

আফগানিস্তান ও সমগ্র অঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়ে কয়েকজন রাজনৈতিক বিশ্লেষকের সঙ্গে এক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মাওলানা মুত্তাকী বলেন, “যেভাবে আমাদের পাঁচ অন্য প্রতিবেশী দেশের সঙ্গে ভালো সম্পর্ক, ভালো বাণিজ্য ও ভালো যোগাযোগ রয়েছে, আমরাও চাই পাকিস্তানের সঙ্গে একই রকম সম্পর্ক গড়ে তুলতে।”

মাওলানা মুত্তাকী আরও বলেন, পাকিস্তান বারবার আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে, আন্তর্জাতিক আইনের পরিপন্থীভাবে বাণিজ্য রুট বন্ধ করেছে এবং শীতের সময় আফগান শরণার্থীদের জোরপূর্বক বহিষ্কার করেছে, যা আন্তর্জাতিক নীতি, প্রতিবেশীসুলভ আচরণ, ইসলামী নীতিমালা এবং নৈতিক নীতির স্পষ্ট লঙ্ঘন।

তিনি পরিষ্কার করে বলেন, পাকিস্তান শুধু ডুরান্ড রেখা সংলগ্ন এলাকাতেই নয়, রাজধানী কাবুল শহরেও বিমান হামলা চালিয়েছে।

মাওলানা মুত্তাকীর ভাষায়, পাকিস্তানের এসব হামলার জবাবে আফগানিস্তানের নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীও সেই দেশের বিরুদ্ধে সুশৃঙ্খল জবাবি পদক্ষেপ নিয়েছে।

তার মতে, এই উত্তেজনা নিরসনের জন্য তিন দফা যুদ্ধবিরতি–সংক্রান্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে; এর মধ্যে একটি দোহায় হয়েছে এবং পরে ইস্তাম্বুলেও আলোচনা হয়েছে।

তিনি বলেন, এসব আলোচনায় ইমারাতে ইসলামিয়া নিজের অবস্থান খুব স্পষ্টভাবে তুলে ধরেছে এবং জোর দিয়ে বলেছে, আফগান ভূমি কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার হতে দেওয়া হবে না।

মাওলানা মুত্তাকী আরও বলেন, ইমারাতে ইসলামিয়া ক্ষমতায় আসার সময় দায়েশ (আইএস) জওজজান থেকে জালালাবাদ পর্যন্ত, এমনকি কাবুলেও উপস্থিত ছিল; কিন্তু গত চার বছরে এই সব এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং আজ আফগানিস্তানের কোথাও কোনো ধরনের নিরাপত্তা–সংক্রান্ত ঘটনা ঘটে না।

এই প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ইমারাতে ইসলামিয়ার মতো পাকিস্তানেরও নিজ দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা উচিত।

সূত্র : আরিয়ানা নিউজ

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img