বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

পশ্চিমাদের খুশি করতে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ করছেন আসিম মুনির: ইমরান খান

কারাবন্দি পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, “পাকিস্তানকে নিয়ে অসীম মুনিরের কোনো চিন্তা নেই। শুধুমাত্র পশ্চিমা শক্তিদের খুশি করতে তিনি এগুলো করছেন। তিনি ইচ্ছাকৃতভাবে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা সৃষ্টি করেছেন। যেন আন্তর্জাতিক অঙ্গনে তাকে মুজাহিদ হিসেবে দেখা হয়।”

বুধবার (৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বার্তায় তিনি এসব কথা বলেন। সে বার্তায় তিনি তার ওপর চালানো নির্যাতনের কথাও উল্লেখ করেছেন।

সম্প্রতি কারাগারে মানসিক নির্যাতনের ব্যাপারে ইমরান খান জানিয়েছেন, “আমাকে সম্পূর্ণ নির্জন কারাগারে রাখা হয়েছে। এমন এক সেলে আটকে রাখা হয়েছে যেখানে গত চার সপ্তাহে একজন মানুষের সঙ্গেও আমার কথা হয়নি। বাইরের জগত থেকে আমাকে পুরোপুরি বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। কারাগারের ম্যানুয়েল অনুযায়ী, যেসব সাধারণ বিষয় দেওয়ার কথা সেগুলোও কেড়ে নেওয়া হয়েছে।”

তিনি বলেন, “অসীম মুনিরের নীতি পাকিস্তানের জন্য ধ্বংসাত্মক। তার এসব নীতির কারণে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যা আমাকে বেশ উদ্বিগ্ন করে।”

তিনি আরও বলেন, “আসিম মুনির প্রথমে আফগানদের হুমকি দিয়েছেন। তারপর পাকিস্তান থেকে আফগান শরণার্থীদের বের করে দিয়েছেন এবং ড্রোন হামলা চালিয়েছেন। যার পরিণতি হিসেবে এখন সন্ত্রাসবাদের উত্থান দেখা যাচ্ছে।”

পাক সেনাপ্রধানকে মানসিক ভারসাম্যহীন হিসেবে অভিহিত করে কারাবন্দি পাকিস্তানের এই সাবেক প্রধানমন্ত্রী বলেন, “নৈতিকতার দেউলিয়াত্ব পাকিস্তানের সংবিধান এবং আইনকে পুরোপুরি ধসিয়ে দিয়েছে।”

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরান খান মারা গেছেন বলে সংবাদ ছড়িয়ে পরে। যার ফলে পুরো পাকিস্তানে উত্তেজনা ছাড়িয়ে পরে। অবশেষে গত মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে ইমরান খানের বড় বোন উজমা খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার সঙ্গে দেখা করেন। ওই সময় উজমা খানকে নির্যাতনের ব্যাপারে জানান তিনি। যা পরবর্তীতে তার এক্স অ্যাকাউন্টে প্রকাশ করা হয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ