বৃহস্পতিবার | ৪ ডিসেম্বর | ২০২৫

মামদানির গ্রে’প্তারের ঘোষণা থাকা সত্ত্বেও নিউইয়র্কে যাবেন নেতানিয়াহু

আমেরিকার নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ঘোষণা দিয়েছিলেন, মেয়র হলে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করবেন তিনি। তবে মামদানির এ সতর্কতা সত্ত্বেও নিউইয়র্কে যাবেন বলেছেন নেতানিয়াহু।

মামদানি বলেছিলেন, নেতানিয়াহু যদি নিউইয়র্কে আসেন তাহলে তাকে গ্রেপ্তার করতে পুলিশ পাঠাবেন। তবে আমেরিকার আইসিসির সদস্য না হওয়ায় এই আদালতের পরোয়ানায় নেতানিয়াহুকে গ্রেপ্তারের এখতিয়ার মামদানির আছে কি না এ নিয়ে প্রশ্ন আছে।

এছাড়া, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সরাসরি নেতানিয়াহুর পক্ষে অবস্থান নিয়েছেন। ফলে চাইলেও মামদানি নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে পারবেন কি না এ নিয়ে শঙ্কা আছে।

বুধবার (৩ ডিসেম্বর) এ ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে, তিনি সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে বলেন, “হ্যাঁ, আমি নিউইয়র্কে আসব।”

মামদানির সঙ্গে কথা বলবেন কি না এমন প্রশ্নের জবাবে যুদ্ধাপরাধী বলেন, “যদি মামদানি তার চিন্তাভাবনা পরিবর্তন করেন এবং বলেন যে ইসরাইলেরও অস্তিত্বের অধিকার আছে, তাহলে এটি ভালো একটি আলোচনা শুরু হবে।”

ডেমোক্র্যাটিক পার্টি থেকে নির্বাচন করা মামদানি নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম ও দক্ষিণ এশিয়ার বংশোদ্ভূত কোনো ব্যক্তি হিসেবে মেয়র নির্বাচিত হয়েছেন।

মামদানি একাধিকবার বলেছেন, ইসরাইলের অস্তিত্বের পক্ষে আছেন তিনি।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে প্রতিবছর নিউইয়র্কে আসেন নেতানিয়াহু।

সূত্র : এএফপি

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img