বৃহস্পতিবার | ৪ ডিসেম্বর | ২০২৫

হুথি ও হিজবুল্লাহকে সন্ত্রাসী তালিকাভুক্ত করলো ইরাক

ইয়েমেন ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হুথি ও হিজবুল্লাহকে সন্ত্রাসী তালিকাভুক্ত করলো ইরাক।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এবিষয়ে একটি গেজেট প্রকাশ করে দেশটির সরকার।

গেজেটে বলা হয়, ইরাক সরকারের একটি কমিটি বিশ্বের ১০০টির বেশি সংগঠন ও ব্যক্তিকে সন্ত্রাসবাদের তালিকাভুক্ত করেছে। তন্মধ্যে কিছু প্রতিষ্ঠানকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুসারে নিষেধাজ্ঞার আওতায়ও রাখা হয়েছে।

আরো বলা হয়, উক্ত কমিটি হুথি ও হিজবুল্লাহর সাথে যুক্ত সংস্থা এবং ব্যক্তিদের তহবিল জব্দ করার সিদ্ধান্ত নিয়েছে।

‘তহবিল জব্দ কমিটির’ জারি করা এক সরকারী সিদ্ধান্ত অনুসারে এবারের সন্ত্রাসবাদ তালিকা হালনাগাদ করা হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়, যা সন্ত্রাসবাদ দমন, অর্থায়ন রোধ এবং সংশ্লিষ্ট সংস্থা ও ব্যক্তিদের চিহ্নিত করার সাথে সম্পর্কিত।

সংবাদমাধ্যমের তথ্যমতে, ইরাক সরকারের এই সিদ্ধান্ত আমেরিকার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী মাইকেল রেগেসের একটি আহবানের পর আসে, যেখানে তিনি ইরাকের পররাষ্ট্র প্রতিনিধিদের ইরানি মিলিশিয়া গোষ্ঠীগুলোকে দুর্বল করার এবং ইরাকী-আমেরিকানদের হুমকি থেকে দূরে রাখার আহবান জানান।

এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ইরাকি হিজবুল্লাহ ব্রিগেডের অধিকার বিষয়ক গ্রুপের প্রধান হুসাইন মুনিস ইরাক সরকারের তীব্র সমালোচনা করেন। ভীতু, পরাধীন এবং মর্যাদাহীনতার গুণে গুণান্বিত করেন।

সূত্র : আশ-শারকুল আওসাত

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img