ভারতের উত্তর গোয়ায় একটি নাইটক্লাবে আগুন লেগে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৫০ জন।
রোববার (৭ ডিসেম্বর) ভোরে হতাহতের এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তা ও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।
পুলিশ ধারণা করছে, স্থানীয় সময় শনিবার মধ্যরাতে ক্লাবের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
পুলিশের বরাত দিয়ে ভারতের সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)-এর খবরে বলা হয়েছে, মধ্যরাতে ‘বার্চ বাই রোমিও লেন’ নামের ওই ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। এএনআই সংবাদ সংস্থা জানিয়েছে, আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে।
নিহত সবার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে গোয়ার পুলিশ মহাপরিচালক অলোক কুমার।









