সোমবার | ৮ ডিসেম্বর | ২০২৫

১০ ডিসেম্বর বাংলাদেশ বেতার ও বিটিভিতে তফসিল রেকর্ড করবেন সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই দেশে গণভোট অনুষ্ঠিত হবে। এই উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ওই ভাষণে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। এই ভাষণ রেকর্ডের জন্য আগামী ১০ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে উপস্থিত থাকবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের রেকর্ডিং দল।

সোমবার (৮ ডিসেম্বর) নির্বাচন ভবনে এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব সাংবাদিকদের জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের বিষয়ে সিইসির ভাষণটি রেকর্ড করা হবে আগামী ১০ ডিসেম্বর। সেদিন প্রধান নির্বাচন কমিশনার তফসিলের বিষয়ে ভাষণ দেবেন। এই বিষয়ে বিটিভি ও বেতারকে ইসির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে।

ইসি সংশ্লিষ্টরা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন (ইসি) সর্বোচ্চ চেষ্টা করছে। সিইসি তার ভাষণে জনগণকে সংসদ নির্বাচনে ভোট দিতে এবং প্রার্থীদের সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে আহ্বান জানাবেন।

জানা যায়, নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানাতে আগামী বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে ইসি। এটি এক ধরনের রেওয়াজ যে, তফসিল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেতৃত্বে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। সে হিসাবে, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই যেকোনো দিন তফসিল ঘোষণা করা হবে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img