সিরিয়ায় স্বৈরশাসক বাশার আল-আসাদের সরকারের পতনের এক বছর পূর্ণ হয়েছে। ২০২৪ সালের ৮ ডিসেম্বর মাত্র ১১ দিনের অভিযানে সুন্নি মুসলিম যোদ্ধারা আল-আসাদ পরিবারের টানা ৫৩ বছরের শাসনের অবসান ঘটায় এবং দামেস্ক দখলের মধ্য দিয়ে বাথ পার্টির দীর্ঘ শাসন ভেঙে পড়ে। আল-আসাদ রাশিয়ায় পালিয়ে গেলে তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়। দিনটি ঘিরে দেশজুড়ে চলছে আনন্দ-উল্লাস। নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শরা প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, “বর্তমান ও অতীতের মর্যাদার উপযোগী কাঠামো নিয়ে একটি শক্তিশালী সিরিয়া পুনর্গঠন করব।” দীর্ঘ ১৪ বছরের ভয়াবহ গৃহযুদ্ধের ধ্বংসস্তূপ পেরিয়ে দেশটি এখন সাম্প্রদায়িক বিভাজন কাটিয়ে অর্থনীতি পুনর্গঠনের পথে এগোচ্ছে।
আসাদের পতনের মধ্য দিয়ে শেষ হয় দীর্ঘ গৃহযুদ্ধ। যে যুদ্ধ দেশটিকে গভীর ক্ষতচিহ্ন দিয়ে গেছে। এই সংঘাতে প্রায় ৬৮ লাখ সিরীয় অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ নিরাপত্তার খোঁজে বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল।
আল–আসাদের পতনের এক বছর পূর্তি উপলক্ষে বিজয় উদ্যাপন ও সামরিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে সামরিক কুচকাওয়াজ বর্তমানে হামা, হোমস ও দেইর আজ-জোরসহ একাধিক প্রদেশে অনুষ্ঠিত হচ্ছে।
আল-জাজিরা যাচাই করা ভিডিওচিত্রে দেখা গেছে, সিরীয় সেনাবাহিনীর সদস্যরা সেই সব সরঞ্জাম ও অস্ত্রশস্ত্র প্রদর্শন করছেন, যেগুলো গত বছর বাশার আল–আসাদের পতনে নেতৃত্ব দেওয়া যুদ্ধগুলোতে ব্যবহার করা হয়েছিল।
সিরিয়া বিপ্লবের প্রধান নেতা ও দেশটির বর্তমান প্রেসিডেন্ট আহমদ আল-শারআ আল জুলানী বলেছেন, “বর্তমান ও অতীতের মর্যাদার উপযোগী কাঠামো নিয়ে একটি শক্তিশালী সিরিয়া পুনর্গঠন করব।
সূত্র: আল-জাজিরা, সানা









