শনিবার | ৩১ জানুয়ারি | ২০২৬
spot_img

আমেরিকায় ‘মুসলিম অধিকার’-‘মুসলিম ব্রাদারহুড’কে ‘সন্ত্র|সী সংগঠন’ ঘোষণা করেছে ফ্লোরিডা সরকার

আমেরিকায় মুসলিম অধিকার সংগঠন সিএআইআর’কে (দ্য কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস) ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করেছেন ফ্লোরিডা সরকার। একই সঙ্গে মুসলিম ব্রাদারহুডকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার (৮ ডিসেম্বর) এক্সে এক পোস্টে নির্বাহী আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ফ্লোরিডার গভর্নর রন ডেস্যান্টিস। গত মাসে এমন সিদ্ধান্ত নেয় টেক্সাস অঙ্গরাজ্যও।

ফ্লোরিডার এমন ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সিএআইআর। তারা সিদ্ধান্তটিকে অসাংবিধানিক ও মানহানিকর আখ্যা দিয়ে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে। যদিও আমেরিকা ফেডারেল সরকার এখনও সিএআইআর কিংবা মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেনি।

ফ্লোরিডার আদেশ অনুযায়ী, রাজ্যের নির্বাহী, মন্ত্রিসভা বা সংশ্লিষ্ট কোনো সংস্থা এই দুই সংগঠন অথবা তাদের ‘সহায়তাকারী’ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, নিয়োগ বা অর্থায়ন করতে পারবে না।

অন্যদিকে প্রায় এক শতাব্দী আগে মিশরে প্রতিষ্ঠিত মুসলিম ব্রাদারহুড বিশ্বজুড়ে শাখা বিস্তার করেছে। সংগঠনটি বলেছে, তারা বহু বছর আগে সহিংসতা ত্যাগ করেছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচনের মাধ্যমে ইসলামভিত্তিক রাজনীতি বিস্তারে বিশ্বাসী।

তবে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ, মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া ও রাশিয়া আগেই এ সংগঠনকে নিষিদ্ধ করেছে। চলতি বছর জর্ডানও এক নাশকতা পরিকল্পনা বানচাল করার দাবিতে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে।

সূত্র : এপি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ