সোমবার | ১৫ ডিসেম্বর | ২০২৫

যুদ্ধবিরতি ভেঙে গাজ্জায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে সুইডেনে বিক্ষোভ

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের বিধ্বস্ত গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের অব্যাহত হামলার প্রতিবাদে সুইডেনের রাজধানী স্টকহোমে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। বেশ কয়েকটি সংঠনের আহ্বানে ওডেনপ্ল্যান স্কয়ারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। খবর মিডল ইস্ট মনিটরের।

বিক্ষোভকারী বলেন, গত ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে ইসরাইল।

‘গাজ্জায় শিশুরা নিহত হচ্ছে’, ‘স্কুল ও হাসপাতাল বোমা হামলা হচ্ছে’, ‘গাজ্জায় গণহত্যা বন্ধ করুন’, এবং ‘খাদ্য ঘাটতির অবসান করুন’ লেখা প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন বিক্ষোভকারীরা। তারা গাজ্জায় ইসরাইলের হামলা বন্ধ এবং সুইডিশ সরকারকে ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার আহ্বান জানায়।

সুইডিশ কর্মী জোয়াকিম অরথেন বার্তা সংস্থা আনাদোলুকে জানান, গাজ্জা এবং পশ্চিম তীরের পরিস্থিতির প্রতি দৃষ্টি আকর্ষণ করতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেয়ার আহ্বান জানাতেই এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা এখানে আছি কারণ যুদ্ধ এখনো শেষ হয়নি। শান্তি চুক্তি বাস্তবায়ন করা উচিত, বেসামরিক নাগরিকদের হত্যা করা হচ্ছে।’

তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধবিরতি কার্যকর করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ করতে হবে। ইউরোপের নাগরিকদের মতো ফিলিস্তিনিদেরও মানবাধিকার ভোগ করা উচিত। ফিলিস্তিনি জনগণের অধিকার সুরক্ষিত করার আহ্বান জানান তিনি।

সুইডেন ছাড়াও নেদারল্যান্ডসের উট্রেখ্ট বিশ্ববিদ্যালয়ে পৃথকভাবে একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা বলছেন, বিশ্ববিদ্যালয় ইসরাইলের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন না করা পর্যন্ত বিক্ষোভ অব্যাহত থাকবে।

১০ অক্টোবর চুক্তি কার্যকর হওয়ার পর থেকে দখলদার ইসরাইলি বাহিনী বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এসব হামলায় কমপক্ষে ৩৮৬ জন ফিলিস্তিনি নিহত ও এক হাজার ১৮ জন আহত হয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজ্জায় হামলায় ইসরাইল ৭০ হাজার ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img