রবিবার | ১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

সন্ত্রাসবিরোধী আইনে আনিস আলমগীর গ্রেফতার

আনিস আলমগীরকে সন্ত্রাসবিরোধী আইনে ঢাকার উত্তরা পশ্চিম থানায় হওয়া একটি মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে।

রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রের অভিযোগে গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি অভিযোগ দাখিল করেন জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ।

সেই অভিযোগের প্রেক্ষিতে দায়ের হওয়া মামলায় আনিস আলমগীরকে গ্রেফতার দেখানোর কথা নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহমেদ।

মামলাটির অভিযোগে নাম আসা অপর দু’জন হলেন মডেল মারিয়া কিসপট্টা ও ইমতু রাতিশ ইমতিয়াজ।

উল্লেখ্য, এই অভিযোগ আনার কয়েক ঘণ্টা আগে গতকাল রোববার রাতে জিজ্ঞাসাবাদের জন্য জিম থেকে আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ