বুধবার | ১৭ ডিসেম্বর | ২০২৫

বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানি মামলা ট্রাম্পের

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানির মামলা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় ৬১ হাজার কোটি টাকা।

সোমবার (১৫ ডিসেম্বর) স্থানীয় সময় তিনি মামলাটি দায়ের করেন।

ট্রাম্পের দাবি, বিবিসির ভিডিও প্রতিবেদনে তথ্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, যা তার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং তাকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে ফেলেছে। পরে বিবিসি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে জানায়, ভিডিওটি এমনভাবে সম্পাদনা করা হয়েছিল, যাতে ট্রাম্প সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন বলে মনে হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের ৬ জানুয়ারি আমেরিকার কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে সমর্থকদের হামলায় উসকানি দেওয়ার অভিযোগসংক্রান্ত একটি সম্পাদিত ভিডিও প্রতিবেদন প্রকাশকে কেন্দ্র করে এই মামলা করা হয়েছে। প্রতিবেদনটি বিবিসির ‘প্যানারোমা’ ডকুমেন্টারি সিরিজে প্রকাশিত হয়, যেখানে ট্রাম্প সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন এমন ইঙ্গিত দেওয়া হয়।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজয়ের পর ট্রাম্প নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন। সেই প্রেক্ষাপটে ২০২১ সালের ৬ জানুয়ারি তার সমর্থকরা ক্যাপিটল হিলে হামলা চালায়, যাতে বেশ কয়েকজন নিহত হন। ওই ঘটনার জন্য ট্রাম্পকে দায়ী করা হলেও তিনি বরাবরই তা অস্বীকার করে আসছেন।

যদিও ওই ভিডিও প্রতিবেদনটি আমেরিকায় সম্প্রচার করা হয়নি, তবুও বিষয়টি নিয়ে চলতি বছরই আইনি পদক্ষেপের ঘোষণা দেন ট্রাম্প। এই ঘটনার পর বিবিসির কয়েকজন শীর্ষ কর্মকর্তাও পদত্যাগ করতে বাধ্য হন বলে জানা গেছে।

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img