বৃহস্পতিবার | ১৮ ডিসেম্বর | ২০২৫

কারাবন্দীদের নির্যাতন নয়, আদালত ছাড়া শাস্তি নয়, কারাগার হবে শিক্ষাকেন্দ্র : আফগান আমীরুল মুমিনীন

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের আমীরুল মুমিনীন মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেছেন, কারাবন্দীদের হয়রানি, মারধর ও নির্যাতন করা হবে না, তাদের ওপর কোনো ধরনের নির্যাতন চালানো হবে না এবং আদালত ছাড়া কাউকে শাস্তি দেওয়া হবে না।

তিনি বলেন, এটি ইসলামি ব্যবস্থা; ইসলামি ব্যবস্থায় প্রত্যেক মুসলমানের ইজ্জত ও মর্যাদা সুরক্ষিত।

কান্দাহারে তিন দিনব্যাপী একটি সংস্কার সেমিনারে সরকারি কর্মকর্তা ও উলামায়ে কেরামকে উদ্দেশ করে তিনি এসব কথা বলেন।

আখুন্দজাদা বলেন, ইমারাতে ইসলামিয়া কারাগারের প্রধানদের নির্দেশ দিয়েছে, কারাবন্দীদের জন্য শিক্ষক নিয়োগ করতে হবে, তাদের শিক্ষা শুরু করতে হবে, কারাবন্দীদের সচেতন করতে হবে, তাদের জ্ঞান শেখাতে হবে এবং কারাগারগুলোকে শিক্ষাকেন্দ্রে রূপান্তর করতে হবে।

বক্তব্যে তিনি বলেন, দায়িত্ব অর্পণ করা হলে প্রত্যেককে নিজের দায়িত্ব ও ক্ষমতা সম্পর্কে সচেতন থাকতে হবে।

তিনি বলেন, মানুষের কাজ সময়মতো ও নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করতে হবে, মানুষের জন্য দরজা বন্ধ করা যাবে না, ধনী ও গরিবের মধ্যে পার্থক্য করা যাবে না এবং জনসেবায় দয়া ও সহানুভূতি বজায় রাখতে হবে।

তিনি আরও বলেন, মানুষকে সুসংবাদ দিতে হবে, তাদের হতাশ করা যাবে না, মানুষের মধ্যে ঘৃণা সৃষ্টি করা যাবে না এবং তাদের প্রতি রহম ও সহমর্মিতা দেখাতে হবে।

কান্দাহারের তিন দিনব্যাপী সংস্কার সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন। সেমিনারে আফগান হিলাল আহমারের মহাপরিচালক, শ্রম ও সমাজকল্যাণমন্ত্রী, জিহাদি মাদরাসাসমূহের মহাপরিচালক, সুপ্রিম কোর্টের সামরিক উপপ্রধান, সুপ্রিম কোর্টের দক্ষিণ-পশ্চিম জোনের বিচারিক উপপ্রধান, কেন্দ্রীয় দারুল ইফতার প্রধান, ধর্মীয় প্রকাশনা তদারকি ও মূল্যায়ন দপ্তরের প্রধান, শহীদ ও যুদ্ধাহত মন্ত্রণালয়ের উপমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকবিরোধী দপ্তরের উপমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

সূত্র : আরটিএ ও আরিয়ানা নিউজ

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img