শুক্রবার | ১৯ ডিসেম্বর | ২০২৫

বিমানবন্দরজুড়ে নিরাপত্তা; কিছু সময়ের মধ্যেই হাদির মরদেহ ঢাকায় পৌঁছাবে

আর কিছু সময়ের মধ্যেই জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছাবে। এ লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালালে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল পাঁচটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা যায়, প্রধান সড়ক থেকে ডোমেস্টিক ও আন্তর্জাতিক টার্মিনালের প্রতিটি প্রবেশ মুখে সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া পুরো বিমানবন্দর এলাকার প্রতিটি রাস্তায় তাদের দায়িত্ব পালন করতে দেখা যায়। এছাড়া ভিআইপি গেটে বাংলাদেশ বিমান বাহিনী ও আর্মড ফোর্স ব্যাটালিয়নের সদস্যদের কঠোর দায়িত্ব পালন করতে দেখা যায়।

এদিকে ওসমান হাদির মরদেহ বিমানবন্দরের আট নম্বর গেট দিয়ে বের করার কথা রয়েছে। এই গেটেও রয়েছে সেনাবাহিনী, আর্মড ফোর্স ব্যাটালিয়ন ও পুলিশ সদস্যদের উপস্থিতি।

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img