পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অবনতির প্রেক্ষাপটে ভারতের সঙ্গে স্বাস্থ্যখাতে সহযোগিতা জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। এ উদ্দেশ্যে দিল্লি সফরে এসেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মাওলানা নূর জালাল জালালি।
সফরকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নূর জালাল জালালি বলেন, দেশের চিকিৎসা ও ওষুধসংক্রান্ত চাহিদা পূরণে বিকল্প অংশীদার খুঁজছে আফগানিস্তান।
তিনি বলেন, প্রধান লক্ষ্য রোগের বিরুদ্ধে লড়াই করা এবং জনস্বাস্থ্যের উন্নয়ন। এ ক্ষেত্রে যে কোনো দেশ আফগানিস্তানকে সহায়তা করতে প্রস্তুত থাকলে, তাদের সহযোগিতা নিতে তিনি প্রস্তুত রয়েছেন।
তিনি আরও বলেন, “আমার শত্রু হলো রোগ। যেখান থেকেই সম্ভব, আমি তার বিরুদ্ধে গুলি চালাব।”
আফগান স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, তার এই সফরের উদ্দেশ্য হলো আফগানিস্তান ও ভারতের মধ্যে স্বাস্থ্যখাতে সহযোগিতার একটি নতুন অধ্যায় সূচনা করা।
তিনি জানান, অতীতে আফগানিস্তানের ওষুধের একটি উল্লেখযোগ্য অংশ পাকিস্তান থেকে সরবরাহ করা হতো। তবে ইসলামাবাদের সঙ্গে সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে বর্তমানে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করতে বিকল্প পথ অনুসন্ধান করা হচ্ছে।
এই প্রেক্ষাপটে নূর জালাল জালালি উল্লেখ করেন, আফগানিস্তানের স্বাস্থ্যখাতে ভারতের ভূমিকা একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে গড়ে উঠতে পারে।
সূত্র: আরিয়ানা নিউজ











