মঙ্গলবার | ২৩ ডিসেম্বর | ২০২৫
spot_img

চারপাশে কুমির থাকবে, ফিলিস্তিনিদের জন্য এমন কারাগার বানানোর প্রস্তাব উপ্রপন্থি ইসরাইলি মন্ত্রীর

চারপাশে কুমির থাকবে, ফিলিস্তিনিদের জন্য এমন কারাগার বানানোর প্রস্তাব দিয়েছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের উপ্রপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী। ফিলিস্তিনি বন্দিদের প্রতি ইসরাইল যে নির্মম আচরণ করে সেটির নতুন সংযোজন তার এ প্রস্তাব।

রোববার (২১ ডিসেম্বর) ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল-১৩ এ তথ্য জানায়।

সংবাদমাধ্যম জানায়, বেন গিভির ইসরাইলি কারা কর্তৃপক্ষের কাছে এমন প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনি বন্দিরা যেন পালিয়ে যেতে না পারেন সেজন্য যেন কুমির বেষ্টিত কারাগার স্থাপন করা হয়।

যদি তার এ প্রস্তাব গৃহীত হয় তাহলে কারাগারটি তৈরি করা হবে সিরিয়ার দখলকৃত গোলান উপত্যকার কাছের হামাত গাদেরে। এটি জর্ডান সীমান্তেরও কাছে।

সেখানে একটি চিড়িয়াখানা আছে। প্রস্তাবে বলা হয়েছে, ওই চিড়িয়াখানার কুমির এনে কারাগারের চারপাশে রাখা হবে। যেখানে ফিলিস্তিনি বন্দিদের আটকে রাখা হবে।

সূত্র : দ্য নিউ আরব

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img