বুধবার | ২৪ ডিসেম্বর | ২০২৫
spot_img

তারেক রহমানের সংবর্ধনায় খুলনা থেকে বিএনপির ১০ হাজার নেতাকর্মী ঢাকায় আসবেন

২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা জানাতে খুলনার ১০ হাজার নেতাকর্মী ঢাকায় যাবে। বাস, ট্রেন ও ব্যক্তিগত গাড়িতে ঢাকার সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) খুলনা মহানগর ও জেলা বিএনপির শীর্ষ নেতারা এমন তথ্য জানিয়েছেন।

খুলনা জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মনিরুল হাসান বাপ্পি বলেন, সব থানা থেকে নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন। তিনশো ফিটের আগারগাঁও গেট এলাকায় নেতাকর্মীরা জড়ো হবে। জেলা থেকে ৫ হাজারের বেশি নেতাকর্মী সেখানে যাবে বলে তিনি আশাবাদী।

খুলনা মহানগর বিএনপির সভাপতি এসএম শফিকুল আলম মনা বলেন, মহানগর থেকে শতাধিক বাস যাবে। এছাড়া ট্রেনে ও ব্যক্তিগত যানবাহনেও নেতাকর্মীরা ঢাকায় যাবে। সবমিলে ৫ হাজারের বেশি নেতাকর্মী খুলনা মহানগর থেকে ঢাকায় যাবে।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img