জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান আফগানিস্তানে হামলার নিন্দা করে বলেছেন সন্ত্রাসী গোষ্ঠীকে লক্ষ্য করার অজুহাতে চালানো এসব হামলা অযৌক্তিক এবং উল্টো ফলদায়ক।
তিনি কাবুল ও ইসলামাবাদ উভয় পক্ষকে সামরিক পথের বদলে সংলাপ এবং রাজনৈতিক সম্পৃক্ততার মাধ্যমে বিরোধ মীমাংসার আহ্বান জানান।
পাকিস্তানি উম্মাহ ইউনিটি শিরোনামে আলেমদের এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মাওলানা ফজলুর রহমান আফগানিস্তান বিষয়ে পাকিস্তানের নিরাপত্তা নীতির সমালোচনা করেন।
পাকিস্তানের সামরিক নেতৃত্বকে উদ্দেশ করে তিনি সীমান্তপারের পদক্ষেপের যুক্তি নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন পাকিস্তানের ভেতরে ভারত হামলা চালালে যে যুক্তি নাকচ করা হয় একই যুক্তিতে আফগানিস্তানের বিরুদ্ধে হামলাকে কেন বৈধতা দেওয়া হয়।
তিনি বলেন ‘আপনি যদি কাবুলে হামলাকে এ বলে বৈধতা দেন যে আপনার শত্রুরা সেখানে আছে তাহলে ভারত যখন পাকিস্তানের ভেতরে তার শত্রুদের লক্ষ্য করে তখন আপনার প্রতিক্রিয়া কেন ভিন্ন’।
মাওলানা ফজলুর রহমান সতর্ক করে বলেন আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে টানাপোড়েন চলতে থাকলে তা কোনো দেশেরই স্বার্থে নয় এবং এতে অঞ্চল আরও অস্থিতিশীল হওয়ার ঝুঁকি বাড়ে।
তিনি বলেন দুই প্রতিবেশী দেশের দীর্ঘদিনের বিরোধের একমাত্র টেকসই সমাধান হলো সংলাপ পারস্পরিক সম্মান এবং রাজনৈতিক বোঝাপড়া।
সূত্র : আরিয়ানা নিউজ











