বুধবার | ২৪ ডিসেম্বর | ২০২৫
spot_img

হিমন্ত বিশ্ব শর্মার আশঙ্কা; আসাম বাংলাদেশের অংশ হয়ে যাবে

আসাম বাংলাদেশের অংশ হয়ে যাবে বলে আশঙ্কা করছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

তিনি বলেন, ‘আসামে জনসংখ্যার ৪০ শতাংশ বাংলাদেশি বংশোদ্ভূত। যদি এটি আরো ১০ শতাংশ বৃদ্ধি পায়, তাহলে আমরা স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত হব। এ কারণেই গত পাঁচ বছর ধরেই এই বিষয়টি নিয়ে সতর্ক করে আসছি।’

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) একটি সরকারি অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি একথা বলেন।

চলতি মাসের শুরুতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর একটি মন্তব্য নিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। সেখানে তিনি বলেন, নয়াদিল্লি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে ঢাকার উচিত ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে ‘বিচ্ছিন্ন’ করে রাখা।

ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করার বিষয়ে সাম্প্রতিক সেই বক্তব্য ঘিরে এর আগেও কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা। তিনি বলেন, এ ধরনের হুমকি ভারত সহ্য করবে না। তার দাবি, বাংলাদেশের নেতারা যদি ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার হুমকি দিতে থাকেন, তাহলে দিল্লি আর বেশি দিন চুপ থাকবে না।

সূত্র: এনডিটিভি

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img