ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পারওয়ান প্রদেশের গভর্নর মোহাম্মাদ ইদ্রিস আনোয়ারি বলেছেন, “আমাদের ঐক্য কেবল ইসলাম ও আল্লাহর প্রদত্ত পবিত্র ব্যবস্থার ওপর ভিত্তি করে। আমাদের দেশের বর্তমান ব্যবস্থা সত্যিকার অর্থেই ইসলামি ব্যবস্থা, এবং এর আইনকানুন পবিত্র কুরআন থেকে এসেছে।”
কাবুলে আয়োজিত এক জনসমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আফগানিস্তানের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কাবুলের গভর্নর আমিনুল্লাহ ওবাইদ জোর দিয়ে বলেন, ইমারাতে ইসলামিয়া কর্মকর্তাদের মধ্যে কোনো অভ্যন্তরীণ বিরোধ নেই। তিনি জনগণকে সতর্ক করেছেন, এ ধরনের গুজবে কখনো বিশ্বাস করবেন না।
তিনি বলেন, “ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের আমিরের নেতৃত্বের সকল মন্ত্রী, গভর্নর, জেলা প্রধান ও দপ্তরপ্রধান দায়িত্ব পালন করছেন। কিছু দুর্নীতিগ্রস্ত ও কু-উদ্দেশ্যপূর্ণ মহল ইসলামি ব্যবস্থার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উপমন্ত্রী বলেন, গত দুই দশক ধরে পশ্চিমা দেশগুলো আফগানিস্তানে জাতিগত ও সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করেছে এবং এখনো ইমারাতে ইসলামিয়ার বিরুদ্ধে প্রচারণা চালাতে মিলিয়ন ডলার খরচ করছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি ও কৌশল বিষয়ক উপমন্ত্রী আবদুল হক মাখদুম বলেন, “মানুষের কাছে ব্যবস্থাটিকে বিকৃতভাবে উপস্থাপন করার জন্য ভালোকে মন্দ ও নিরাপত্তাকে অনিরাপত্তা হিসেবে দেখানোর জন্য বিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে।”
অনুষ্ঠান শেষে কোহদামান এলাকার কয়েকটি প্রভাবশালী পরিবার, যারা গত ২০ বছরেরও বেশি সময় ধরে পরস্পরের সঙ্গে বিরোধে ছিল, তারা মীমাংসায় পৌঁছায়। পারওয়ান গভর্নরের কার্যালয়ের মুখপাত্র জানান, এই দীর্ঘদিনের শত্রুতা ধর্মীয় আলেম এবং স্থানীয় কর্মকর্তাদের মধ্যস্থতায় সমাধান করা সম্ভব হয়েছে।
সূত্র: তোলো নিউজ











