ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে একটি শরণার্থী শিবির থেকে সরাসরি সংবাদ প্রচারের সময় এক নারী সাংবাদিকের ওপর গুলি ছুড়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী। আহত সাংবাদিকের নাম নাকা হামেদ। তিনি ইরানের ইংরেজি ভাষার স্যাটেলাইট চ্যানেল প্রেস টিভির সাংবাদিক।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আল-কুদসের উত্তরে অবস্থিত কালান্দিয়া শরণার্থী শিবিরে খবর কভার করার সময় দখলদার বাহিনীর ছোড়া রাবার বুলেটে গুলিবিদ্ধ হন তিনি। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং আশঙ্কামুক্ত বলে জানানো হয়েছে।
প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, দখলদার ইসরাইলি বাহিনী কালান্দিয়া শিবিরের সব মহল্লায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং হামলার সময় বেশ কয়েকজন ফিলিস্তিনি যুবককে ধরে নিয়ে গেছে। এতে অংশ নেওয়া সামরিক বুলডোজারগুলো শিবিরের আশপাশের একাধিক বাণিজ্যিক স্থাপনা গুঁড়িয়ে দেয়।
এছাড়া একই দিনে হামলার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করা হয়, যা সংবাদকর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
বিশ্লেষকদের মতে, কালান্দিয়া এলাকায় ইসরাইলের চলমান বৃহৎ বসতি স্থাপন প্রকল্প উত্তর আল-কুদসকে রামাল্লাহ এবং এর ফিলিস্তিনি আশপাশের অঞ্চল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করার একটি কৌশলগত উদ্যোগ। এই প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবেই সাম্প্রতিক হামলাগুলো জোরদার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।











