পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বলেছেন, জাতীয় ঐক্য, নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার কোনো অপচেষ্টা সহ্য করা হবে না।
বুধবার (২৪ ডিসেম্বর) রাওয়ালপিন্ডিতে জেনারেল হেডকোয়ার্টার্সে (জিএইচকিউ) অনুষ্ঠিত ২৭৩তম কর্পস কমান্ডার্স কনফারেন্সে (সিসিসি) তিনি একথা বলেন।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বিবৃতি অনুযায়ী, বৈঠকে সন্ত্রাসবাদ, অপরাধ এবং কায়েমী রাজনৈতিক স্বার্থের মধ্যে যোগসূত্রকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। বৈঠকে সামরিক নেতৃত্ব জানায়, জাতীয় ঐক্যকে অস্থিতিশীল করার জন্য বা সশস্ত্র বাহিনী ও পাকিস্তানের জনগণের মধ্যে বিভেদ তৈরি করার উদ্দেশ্যে নেয়া কোনো পরিকল্পনা বরদাস্ত করা হবে না।
বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসীদের বিশেষ করে ভারতীয় মদদপুষ্ট এবং তাদের সহায়তাকারীদের তত্ত্বাবধানে থাকা সন্ত্রাসীদের চূড়ান্তভাবে মোকাবিলা করা হবে।
ফিল্ড মার্শাল পাকিস্তান সশস্ত্র বাহিনীর অটল সাহস, পেশাদারিত্ব এবং ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং সাম্প্রতিক মাসগুলোতে দেশজুড়ে টেকসই, গোয়েন্দাভিত্তিক সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে তাদের দৃঢ় ভূমিকার প্রশংসা করেন।
তিনি বলেন, সরকার, সেনাবাহিনীর সম্মিলিত প্রচেষ্টা এবং পাকিস্তানের জনগণের অবিচল সমর্থনের কারণে দেশটি স্থিতিশীলতা, বৃহত্তর সুযোগ এবং সম্মানের দিকে ধীরে ধীরে এবং নিশ্চিতভাবে এগিয়ে চলেছে।
ফিল্ড মার্শাল আসিম মুনির তার বক্তব্যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের জন্য বৈধ সংগ্রামের প্রতি পাকিস্তানের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি ফিলিস্তিনি ইস্যুতে পাকিস্তানের নীতিগত অবস্থান পুনরায় তুলে ধরেন। অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, গাজ্জায় মানবিক প্রবেশাধিকার এবং ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য একটি স্পষ্ট দিকনির্দেশনার আহ্বান জানান তিনি।
সূত্র: জিও নিউজ











