বৃহস্পতিবার | ২৫ ডিসেম্বর | ২০২৫
spot_img

আফগান চিকিৎসকদের প্রশিক্ষণ দেবে ভারত: মাওলানা নূর জালাল

আফগানিস্তানের চিকিৎসকদের প্রশিক্ষণ দেবে ভারত বলে জানিয়েছেন ইমারাতে ইসলামিয়ার স্বাস্থ্যমন্ত্রী মাওলানা নূর জালাল জালালি।

তিনি বলেন, ভারত আফগান চিকিৎসকদের বিশেষভাবে হৃদরোগ চিকিৎসার দক্ষতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।

ভারত সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মাওলানা জালালি বলেন, নয়া দিল্লি স্বাস্থ্য খাতে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ; এর মধ্যে রয়েছে ওষুধের ঘাটতি প্রতিরোধ করা। বিশেষভাবে, ভারতের বড় একটি প্রতিশ্রুতি হলো আফগানিস্তানের স্বাস্থ্যখাতকে স্বনির্ভর করা, যাতে দেশটি এমনকি ক্যান্সারের চিকিৎসাও নিজস্বভাবে পরিচালনা করতে পারে।

ভারতের স্বাস্থ্য কর্মকর্তারা আরও প্রতিশ্রুতি দিয়েছেন ভিসা সুবিধা নিশ্চিত করতে, আফগান রোগীদের জন্য মানসম্মত চিকিৎসা কেন্দ্রগুলোতে সহজ প্রবেশাধিকার, এবং আফগানিস্তানে উচ্চমানের চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ রপ্তানি করতে।

ভারতের সফরের সময় জালালি একটি সরকারি পরিচালিত বিশেষায়িত কার্ডিওলজি কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে কর্তৃপক্ষ তাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img