ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার হেরাত প্রদেশে চারটি বড় বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু এবং আরও পাঁচটি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন। এসব প্রকল্পে মোট বিনিয়োগের পরিমাণ ৩.৯৮ বিলিয়ন আফগানি।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পগুলো আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোল্লা বারাদার বলেন, এসব প্রকল্প আফগানিস্তানের শিল্প ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্পগুলো সম্পন্ন হলে হেরাতের সব শিল্প পার্কে সার্বক্ষণিক (২৪ ঘণ্টা, সপ্তাহের সাত দিন) বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। পাশাপাশি বাণিজ্যিক কেন্দ্র, গ্রামীণ এলাকা এবং আবাসিক মহল্লাগুলোতেও স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে।
তিনি কোল্ড স্টোরেজ খাতে বিনিয়োগকারীদের জন্য বিশেষ প্রণোদনার ঘোষণাও দেন। এর মধ্যে রয়েছে পাঁচ বছরের কর মওকুফ এবং আফগানিস্তানের বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা। মোল্লা বারাদার দেশীয় ও বিদেশি, উভয় বিনিয়োগকারীকে এসব সুযোগ গ্রহণের আহ্বান জানান।
ইমারাতে ইসলামিয়ার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সরকারের প্রধান অগ্রাধিকার হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠা। এ লক্ষ্যে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান, আফগানিস্তানের বিরুদ্ধে সীমাবদ্ধতামূলক নীতি পরিহার করে দেশটির সঙ্গে সম্পৃক্ততার পথে এগিয়ে আসতে।
উদ্বোধনকৃত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে তুর্কমেনিস্তান থেকে হেরাতে আসা ১৩০ কিলোমিটার দীর্ঘ ২২০ কিলোভোল্ট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইন। পাশাপাশি কারুখ, পশতুন জারঘুন, ওবে ও চেশ্তে শরিফ জেলায় চারটি সাবস্টেশন নির্মাণ করা হয়েছে। এসব সাবস্টেশনের মাধ্যমে প্রায় ৪০ হাজার পরিবারে বিদ্যুৎ সরবরাহ করা হবে।
নতুনভাবে শুরু হওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পুলে হাশেমি সাবস্টেশন নির্মাণ, ২৪ হুত শহীদ সাবস্টেশনের সম্প্রসারণ, নূরুল জিহাদ সাবস্টেশনে দ্বিতীয় লাইন স্থাপন এবং পুলে হাশেমি, নূরুল জিহাদ ও ২৪ হুত শহীদ সাবস্টেশনকে সংযুক্ত করে বিদ্যুৎ সঞ্চালন লাইনের সম্প্রসারণ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মোল্লা আবদুল গনি বারাদার ঠিকাদারি প্রতিষ্ঠান ও কারিগরি দলগুলোর প্রতি আহ্বান জানান, যাতে তারা নির্ধারিত সময়সীমার মধ্যে সর্বোচ্চ মান বজায় রেখে প্রকল্পগুলো সম্পন্ন করে।
সূত্র: আরিয়ানা নিউজ











