শনিবার | ২৭ ডিসেম্বর | ২০২৫
spot_img

গণঅধিকার ছেড়ে বিএনপিতে যাচ্ছেন রাশেদ খান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দিচ্ছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি ঝিনাইদহ-৪ আসন থেকে নির্বাচন করবেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে রাশেদ খান বিএনপিতে যাওয়ার গুঞ্জন উঠে। এরপর দলটির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বিএনপি যুগপৎ আন্দোলনের সঙ্গীদের মধ্যে যাদের আসন ছাড় দিয়েছে, তাদের অনেকে ধানের শীষ মার্কায় নিয়ে নির্বাচন করার প্রস্তাব দিয়েছে বিএনপি। কারণ হিসেবে বিএনপি মনে করছেন ধানের শীষ মার্কায় নিয়ে নির্বাচন করলে জয় অধিকতর সহজ হবে। তাই শরিকদের মধ্যে ইতোমধ্যে ৩টি দলের শীর্ষ নেতা বিএনপিতে যোগদান করেছে। গণঅধিকার পরিষদও নির্বাচনে জয়ের কৌশলে হিসেবে ইতোমধ্যে রাশেদ খাঁনকে বিএনপিতে যোগদানের অনুমতি দিয়েছে।

এ বিষয়ে দলটির সভাপতি সভাপতি নুরুল হক নুর জানান, নির্বাচনের জয়ের কৌশলে হিসেবে রাশেদ খাঁনকে বিএনপিতে যোগদানের অনুমতি দিয়েছে গণ অধিকার পরিষদ।

তিনি আরও জানান, রাশেদ খাঁন ধানের শীষ মার্কায় নির্বাচন করলেও তিনি (নুরুল হক নুর) দলের প্রতীক ট্রাক নিয়েই নির্বাচন করবেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ