ফিলিস্তিনের পশ্চিম তীরে নামাজরত এক ফিলিস্তিনি ওপর গাড়ি চালিয়ে দিয়েছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের এক সেনা।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এই নৃশংস ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বেসামরিক পোশাক পরা এক ব্যক্তি কাঁধে বন্দুক ঝুলিয়ে একটি এটিভি গাড়ি চালিয়ে যাচ্ছিল। হঠাৎ গাড়িটি নামাজরত ফিলিস্তিনি ব্যক্তিকে সজোরে ধাক্কা দেন। এরপর ওই ব্যক্তি চিৎকার করে ওঠে।
এটি কোনো দুর্ঘটনা ছিল না। সেনাবাহিনী নিজেই নিশ্চিত করেছে, গাড়ি চালক একজন রিজার্ভ সৈন্য ছিলেন।
ভয়াবহ অভিজ্ঞতার শিকার ওই ফিলিস্তিনির নাম মাজদি আবু মুখো। ঘটনার পর তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। বর্তমানে তিনি বাড়িতে থাকলেও তাঁর দুই পায়ে প্রচণ্ড ব্যথা রয়েছে বলে জানিয়েছেন তার বাবা। তিনি জানান, ভিডিওতে দেখা না গেলেও ওই সেনা তার ছেলের চোখে ‘পিপার স্প্রে’ বা মরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়েছিলেন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে গাজার পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরাইলি বেসামরিক নাগরিকদের (বসতি স্থাপনকারী) হামলার ক্ষেত্রে রেকর্ড করেছে। যার ফলে ২০২৫-কে সহিংস বছর হিসেবে উল্লেখ করা যায়।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর পর থেকে ইসরাইলের আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত প্রায় ৭১ হাজারেও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশির ভাগই নারী ও শিশু।











