গণঅধিকার পরিষদ থেকে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খানকে বহিষ্কার করেছে গণঅধিকার পরিষদ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দলটির দফতর সম্পাদক শাকিল উজ জামান এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কার আদেশ দেওয়া হয়।
বহিষ্কার আদেশে বলা হয়, ‘গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যাওয়ায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।’
এদিকে, শুক্রবার সন্ধ্যার পর থেকে রাশেদ খান বিএনপিতে যোগ দিবেন বলে গুঞ্জন উঠেছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে রাশেদ খান ঝিনাইদহ-৪ আসন থেকে নির্বাচন করবেন। তাই গণঅধিকার ছেড়ে বিএনপিতে যোগ দিতে যাচ্ছেন তিনি।











