সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য ইসরাইলের প্রতি দাবি জানিয়েছে সোমালিয়া সরকার। এই পদক্ষেপকে এমন আগ্রাসন, যা কখনোই মেনে নেওয়া হবে না বলে নিন্দা জানিয়েছে দেশটি।
সোমালিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী আলী ওমর শনিবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সরকার এই রাষ্ট্রীয় আগ্রাসন এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে ইসরাইলের হস্তক্ষেপের বিরুদ্ধে সব ধরনের কূটনৈতিক পথ অনুসরণ করবে।
তিনি বলেন, ‘আমাদের সরকার ও জনগণ যারা নিজেদের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় ঐক্যবদ্ধ, তাদের কাছে এটি কখনোই গ্রহণযোগ্য বা সহনীয় হবে না। আমরা ইসরাইল রাষ্ট্রকে জোরালোভাবে আহ্বান জানাই, তারা যেন এই বিভাজনমূলক পদক্ষেপ প্রত্যাহার করে এবং আন্তর্জাতিক আইন মেনে চলে।’
ইসরাইল আনুষ্ঠানিকভাবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার একদিন পরই এ তীব্র প্রতিক্রিয়া এলো। আফ্রিকা ও আরব বিশ্বের নানা দেশও এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। পাশাপাশি, এটি ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার কোনো সম্ভাব্য ইসরাইলি পরিকল্পনার অংশ কি না—তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
১৯৯১ সালে ভয়াবহ গৃহযুদ্ধের পর সোমালিয়া থেকে আলাদা হয়ে যায় সোমালিল্যান্ড। তবে এখনো পর্যন্ত জাতিসংঘের কোনো সদস্য রাষ্ট্র তাদের স্বীকৃতি দেয়নি। যদিও স্বঘোষিত এই প্রজাতন্ত্রের নিজস্ব মুদ্রা, পতাকা ও সংসদ রয়েছে, তবুও এর পূর্বাঞ্চলীয় অঞ্চলগুলো নিয়ে বিরোধ রয়ে গেছে।
সূত্র: আল-জাজিরা











