সোমবার | ২৯ ডিসেম্বর | ২০২৫
spot_img

বাংলাদেশের সঙ্গে যোগাযোগ আরো বাড়াবে পাকিস্তান: ইসহাক দার

আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন সম্পন্ন হওয়ার পর ঢাকার সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ বাড়াতে আগ্রহী ইসলামাবাদ। এমনটাই জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

শনিবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশের সাম্প্রতিক সফর নিয়ে এক বক্তব্যে তিনি এ কথা জানান।

ইসহাক দার বলেন, বাংলাদেশ সফরকালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তার বৈঠকগুলো ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে। এ সময় তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে সাক্ষাতের কথা উল্লেখ করেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, অতীতের আওয়ামী লীগ সরকারের সময় এবং তার আগের সরকারের অধীনে পাকিস্তান ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক খুব একটা ভালো ছিল না। তবে ভবিষ্যতে সম্পর্ক উন্নয়নের সুযোগ রয়েছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, নির্বাচন-পরবর্তী রাজনৈতিক বাস্তবতার ওপর ভিত্তি করে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সহযোগিতামূলক সম্পর্ক নতুনভাবে এগিয়ে নেয়া সম্ভব হবে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী মুহাম্মদ ইসহাক দার চলতি বছরের ২৩-২৪ আগস্ট ঢাকা সফর করেন, যা ছিল প্রায় ১৩ বছর পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশে প্রথম বড় কূটনৈতিক সফর। এই সফরকে আন্তঃদ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে পুনরুজ্জীবিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হয়, বিশেষত সেই সময়ে যখন দ্বিপাক্ষিক সম্পর্ক গত বছরকার রাজনৈতিক পরিবর্তনের পর নতুন করে গঠনমূলক আলোচনার দিকে এগোচ্ছে।

সফরের মূল উদ্দেশ্য ছিল দ্বিপাক্ষিক সম্পর্ককে বেড়ে ওঠা, বাণিজ্য ও বিনিয়োগ, সাংস্কৃতিক ও শিক্ষাবিষয়ক সহযোগিতা, এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা (এসএআরসিসহ) বিষয়ে আলোচনা চালানো। এছাড়া এটি ছিল একটি ইতিহাসগত বৈঠকের সুযোগ, যেখানে দুই দেশের রাজনৈতিক দল ও নেতাদের সঙ্গে মতবিনিময়ও করা হয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ