মঙ্গলবার | ৩০ ডিসেম্বর | ২০২৫
spot_img

পাকিস্তানি আলেমদের বক্তব্যকে স্বাগত জানালেন আফগান স্বরাষ্ট্রমন্ত্রী

আফগান স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজুদ্দিন হক্কানী বলেছেন, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান টানাপোড়েন কমাতে পাকিস্তানি আলেমদের এবং ওই দেশের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের যে বক্তব্য ও উদ্যোগ এসেছে, তারা তা স্বাগত জানান। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করেছেন যে, অন্য কোনো দেশের বিরুদ্ধে আফগান ভূখণ্ড ব্যবহার করা হবে না।

কাবুলে পৌরসভার কার্যক্রম নিয়ে আয়োজিত এক সভায় বক্তব্য দিতে গিয়ে সিরাজুদ্দিন হক্কানী বলেন, “আমরা তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই ও প্রশংসা করি, যারা আফগানিস্তান সম্পর্কে ভালো ধারণা, নিয়ত ও সদিচ্ছা রাখে। যেমন কয়েক দিন আগে পাকিস্তানে আলেমদের একটি সভা হয়েছিল। আলেমদের সেই সভায় জামিয়াতে উলামায়ে ইসলামের নেতা মাওলানা ফজলুর রহমান এবং মুফতি তাকী উসমানী আফগানিস্তানের কল্যাণের ভিত্তিতে যে বক্তব্য দিয়েছেন, আমরাও তার প্রতি কৃতজ্ঞ।”

আফগান স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আফগানিস্তান সম্পর্কে কল্যাণকর যে মন্তব্য করেছেন, তার জন্যও তিনি কৃতজ্ঞ। তার ভাষায়, “দেশগুলোর মধ্যে যদি ভালো মিথস্ক্রিয়া থাকে, ভালো বক্তব্য থাকে, জনগণকে পরস্পরের কাছাকাছি আনার কাজ থাকে, আমরা তাদের সবাইকে প্রশংসা করি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

রোববারও তিনি ইসহাক দারের সাম্প্রতিক মন্তব্যকে স্বাগত জানান। ওই মন্তব্যে কাবুলে আলেমদের এক সমাবেশের বক্তব্যের প্রশংসা করা হয়, যেখানে অন্য দেশের বিরুদ্ধে আফগান ভূখণ্ড ব্যবহার না করার ওপর জোর দেওয়া হয়েছিল।

কাবুলের মেয়রকে সম্মান জানিয়ে আয়োজিত ওই অনুষ্ঠানেই হক্কানী করাচিতে পাকিস্তানি আলেমদের পৃথক এক বিবৃতির প্রশংসা করেন। বিবৃতিতে উভয় সরকারকে সংলাপের মাধ্যমে মতপার্থক্য দূর করার আহ্বান জানানো হয়।

সিরাজুদ্দিন হক্কানী বলেন, “দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পৃক্ততা এবং দুই দেশের জনগণ পর্যায়ের সম্পর্ক শক্তিশালী করার প্রচেষ্টা যদি চলতে থাকে, আমরা তা স্বাগত জানাব।”

তিনি পাকিস্তানকে অস্থিতিশীলতামূলক তৎপরতা অনুসরণ না করে আফগানিস্তানের পুনর্গঠনে সহায়তা করার আহ্বান জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করেন যে, অন্য কোনো দেশের বিরুদ্ধে আফগান ভূখণ্ড ব্যবহার করা হবে না।

গত ২২ ডিসেম্বর করাচিতে জামিয়াতে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে “সকল মাসলাকের আলেমদের পরামর্শ সভা” শীর্ষক বৈঠকে পাকিস্তানের আলেমরা আফগানিস্তানে তালেবান সরকার ও পাকিস্তানের চলমান টানাপোড়েন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, এই অবস্থা দুই দেশের কারও জন্যই লাভজনক নয়।

আলেমরা উভয় পক্ষকে অনুরোধ করেন, সমস্যা যেন কথাবার্তার মাধ্যমে সমাধান করা হয় এবং এমন একটি “ইতিবাচক ও বাস্তবায়নযোগ্য সমাধান” বের করা হয়, যাতে বাণিজ্যের পাশাপাশি দুই দেশের মধ্যে যাতায়াত ও সম্পর্ক আবার স্বাভাবিক হয়ে আসে।

একই বৈঠকের যৌথ ঘোষণায় পাকিস্তানের আলেমরা আফগানিস্তানে তালেবান সরকারের কাছে দাবি করেন, পাকিস্তানের বিরুদ্ধে আফগান ভূখণ্ড ব্যবহার করতে যেন কাউকে সুযোগ দেওয়া না হয়।

ঘোষণায় তারা বলেন, “আমরা ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানকে কঠোরভাবে অনুরোধ করছি, তারা যেন তাদের ভূখণ্ডকে ওইসব ফেতনা সৃষ্টিকারী দল ও গোষ্ঠীর আক্রমণঘাঁটি হতে না দেয়, যারা সেখানে বিদ্যমান সুবিধা ব্যবহার করে পাকিস্তানে ধ্বংসাত্মক ও সন্ত্রাসী তৎপরতা চালায়।”

পাকিস্তানি আলেম বা কর্মকর্তাদের এই বারবার উচ্চারিত দাবির প্রসঙ্গ উল্লেখ না করে সিরাজুদ্দিন হক্কানী বলেন, তাদের সরকার দেশ ও অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠায় অঙ্গীকারাবদ্ধ।

তিনি বলেন, “আমরা চাই আমাদের দেশে শান্তি থাকুক এবং দুনিয়ার প্রতি শান্তির বার্তা থাকুক, ভ্রাতৃত্বের বার্তা থাকুক, যেন আমরা মানুষের উদ্বেগ দূর করতে পারি।”

তিনি আরও বলেন, “দেশের ভেতরে ও বাইরে আমরা সবাইকে আশ্বস্ত করছি, আফগানরা কারও জন্য ক্ষতি, হুমকি বা ভ্রান্ত চিন্তার উদ্দেশ্য পোষণ করে না।”

সূত্র : বিবিসি পশতু ও আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ