বুধবার | ৩১ ডিসেম্বর | ২০২৫
spot_img

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ক‌রে‌ছে জাপান ও রা‌শিয়া

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ক‌রে‌ছে জাপান ও রা‌শিয়া।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পৃথক শোকবার্তায় ঢাকায় অবস্থিত জাপান ও রা‌শিয়া দূতাবাস এই শোক জা‌নি‌য়ে‌ছে।

শোকবার্তায় জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি বলেছেন, বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সম্মানিত চেয়ারপারসন, খালেদা জিয়ার প্রয়াণে আমরা গভীর শোক প্রকাশ করছি।

তি‌নি ব‌লেন, তার শোকসন্তপ্ত পরিবার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সব স্তরের নেতা ও কর্মীদের এবং বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

জাপানি রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে সর্বজন শ্রদ্ধেয় খালেদা জিয়া দুইবার জাপান সফর করেন এবং জাপান ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তি‌নি আরও ব‌লেন, দুই দেশের সম্পর্ক উন্নয়নে তার নিবেদিতপ্রাণ অবদান ও অসামান্য কর্মকাণ্ডের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরম করুণাময় যেন তার আত্মাকে চিরশান্তি দান করেন।

অন‌্যদিকে, শোকবার্তায় রা‌শিয়ার দূতাবাস ব‌লে‌ছে, সরকারপ্রধান হিসেবে তার তিন দফা দায়িত্ব পালনকালে দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখায় তাকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে মস্কো।

খালেদা জিয়ার প্রয়াণে রাশিয়া গভীরভাবে মর্মাহত। তার শাসনামলে রাশিয়া–বাংলাদেশ সম্পর্ক যে আন্তরিকতা ও সহযোগিতার ভিত্তিতে এগিয়েছে, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

এতে আরও বলা হয়, খালেদা জিয়ার পরিবার, বন্ধু এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীদের প্রতি রাশিয়ার পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানানো হচ্ছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ