বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তার স্মৃতিবিজড়িত জেলা বগুড়ায় শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে ও জানাজায় অংশ নিতে বগুড়া জেলাজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। এরই মধ্যে হাজারো নেতাকর্মী বিভিন্ন যানবাহনে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে শহরের নওয়াববাড়ি রোডে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক শোক পালন শুরু হয়। সেখানে একটি শোকবই খোলা হয়েছে। যেখানে সকাল থেকেই সর্বস্তরের মানুষ স্বাক্ষর করছেন। শোকের প্রতীক হিসেবে নেতাকর্মীদের বুকে কালো ব্যাজ ধারণ করতে দেখা গেছে।
জেলা বিএনপি জানায়, আগামীকাল বুধবার ঢাকায় বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন সম্পন্ন হবে। জানাজায় অংশগ্রহণের জন্য বগুড়ার সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়ে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে। ইতোমধ্যে জেলা ও উপজেলার নেতাকর্মীরা বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে করে ঢাকার পথে রওনা দিয়েছেন।











