বুধবার | ৩১ ডিসেম্বর | ২০২৫
spot_img

ইয়েমেনের মুকাল্লা বন্দরে সৌদি সামরিক জোটের বিচ্ছিন্নতাবাদ বিরোধী অভিযান

ইয়েমেনের মুকাল্লা বন্দরে বিচ্ছিন্নতাবাদ বিরোধী অভিযান চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের মুকাল্লা বন্দরে অভিযান চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

জোটের পক্ষ থেকে জানানো হয়, ইয়েমেনের হাদরামাউতু প্রদেশের মুকাল্লা বন্দরে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা অস্ত্র ও সামরিক যানবাহনের চালান লক্ষ্য করে সীমিত আকারে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে তাদের সেনারা। যে এলাকাটি সম্প্রতি আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) দখলে নিয়েছে।

সৌদি প্রেস এজেন্সি জানায়, জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি বলেছেন, ইয়েমেনের বৈধ প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিল প্রধানের অনুরোধে হাদরামাউতু ও আল-মাহরা অঞ্চলের বেসামরিক জনগণের সুরক্ষায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরো জানান, মঙ্গলবার জোটের বিমান বাহিনী সীমিত আকারে এই অভিযান পরিচালনা করে। যার লক্ষ্য ছিলো মুকাল্লা বন্দরে দুটি জাহাজ থেকে নামানো অস্ত্র ও যুদ্ধযান।

আল-মালিকি বলেন, ওই দুটি জাহাজ কোনো আনুষ্ঠানিক অনুমতি ছাড়াই ফুজাইরা বন্দর থেকে মুকাল্লার উদ্দেশ্যে যাত্রা করেছিলো।

তবে আরব আমিরাত সৌদি নেতৃত্বাধীন জোটের এমন দাবী দৃঢ়ভাবে প্রত্যাখ্যানের পাশাপাশি সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা বিবৃতিতে হতাশা ব্যক্ত করেছে।

দেশটির সরকার মুখপাত্র আফরা আল হামেলী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেন, চালানটি প্রশ্নবিদ্ধ। এতে কোনো অস্ত্র ছিলো না। খালাস করা যানবাহনগুলোও কোনো দলের জন্য ছিলো না।

এছাড়া আমিরাত পররাষ্ট্র মন্ত্রণালয় ইয়েমেনী বিচ্ছিন্নতাবাদে অস্ত্র সহায়তার দাবী প্রত্যাখ্যান করে সৌদির বিবৃতির জবাবে বলা হয়, সৌদির এমন বিবৃতি আমাদের হতাশ ও বিস্মিত করেছে।

সংবাদমাধ্যমের তথ্যমতে, আরব আমিরাত সমর্থিত দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল সম্প্রতি হাদরামাউতু দখলে নেওয়ার পর থেকেই সেখানে উত্তেজনা বিরাজ করছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর, আল জাজিরা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ