খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হওয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান রাজনৈতিক প্রসঙ্গ এড়িয়ে মায়ের জন্য দোয়া ও ক্ষমা চেয়েছেন।
তিনি বলেন, কারও মনে কষ্ট থাকলে ক্ষমা করে দিতে এবং মায়ের জন্য দোয়া করতে। একই সঙ্গে তিনি জানান, খালেদা জিয়ার কোনো ঋণ থাকলে তা তিনি পরিশোধ করবেন। জানাজার আগে দেওয়া বক্তব্যে কোনো রাজনীতি ছিল না, মায়ের জন্য ছেলের দোয়া চাওয়ার কথাই ছিল মূল, ঠিক যেভাবে দেশের অন্য সবাই চায়।
তারেক রহমান বলেন, “আমার মা খালেদা জিয়া করো মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকেন তাহলে ক্ষমা করে দিবেন। আর আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার মায়ের কোনো ঋণ থাকলে আমি পরিশোধ করে দিবো। আমার সঙ্গে যোগাযোগ করবেন।”
বুধবার বেলা ৩টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা শেষ হয়। জানাজা পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।
মঙ্গলবার ৩০ ডিসেম্বর ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। গত ২৩ নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার অবস্থা ছিল অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন।
খালেদা জিয়া ১৫ আগস্ট ১৯৪৫ জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।











