ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তানের ওপর পাকিস্তানের সাম্প্রতিক আক্রমণগুলো হয়তো আমেরিকার বাগরাম সংক্রান্ত আলোচনার সঙ্গে যুক্ত
বৃহস্পতিবার (২ জানুয়ারি) প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
মাওলানা মুজাহিদ বলেন, পাকিস্তানের একটি শক্তিশালী বিশেষ বৃত্ত আফগানিস্তানের বিরুদ্ধে নতুন একটি ষড়যন্ত্র রচনা করতে পারে। যার উদ্দেশ্য হয়তো বিদেশি স্বার্থ সেবার জন্য, কিংবা ইমারাতে ইসলামিয়ার ওপর নিয়ন্ত্রণ কায়েম করার জন্য।
তিনি বলেন, “(পাকিস্তান) সেনাবাহিনীর একটি শক্তিশালী বৃত্ত মনে করতে পারে আফগানিস্তানকে তাদের ইচ্ছা ও নীতি অনুসরণ করতে হবে। যখন আফগানিস্তান স্বাধীনতা দাবি করেছে, তখন তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।”
মুজাহিদ জোর দিয়ে বলেন, “তাদের স্বপ্ন বিভ্রান্তিকর। তারা কখনো বিদেশি শক্তির সেবায় সফল হবে না, এবং ইমারাতে ইসলামিয়ার স্বাধীন ব্যবস্থার ওপর আধিপত্য স্থাপন করতে পারবে না।”
টিটিপি সম্পর্কে আফগান মুখপাত্র বলেন, এটি পাকিস্তানের একটি অভ্যন্তরীণ সমস্যা, যা দেশের নির্দিষ্ট কিছু এলাকা নিয়ন্ত্রণ করে।
তিনি জোর দিয়ে বলেন, ইমারাতে ইসলামিয়া আফগান ভূমিকে অন্য দেশের নিরাপত্তার বিরুদ্ধে ব্যবহার করতে দেয় না।
শরণার্থী প্রসঙ্গে মাওলানা মুজাহিদ বলেন, অনেক পশতুন পাকিস্তানি সামরিক অভিযান থেকে বাঁচতে আফগানিস্তানে আশ্রয় নিয়েছে। ইমারাতে ইসলামিয়া তাদের দূরান্ড লাইনের কাছাকাছি এলাকা থেকে নিরাপদ অন্য অঞ্চলে পুনর্বাসন করেছে এবং এদের কেউ সশস্ত্র নয়।
সূত্র: আরিয়ানা নিউজ











