শুক্রবার | ২ জানুয়ারি | ২০২৬
spot_img

গাজ্জার প্রতি সংহতি জানাতে নববর্ষ উদযাপন বাতিল করেছে সুইডেনের জনগণ

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল কর্তৃক গণহত্যার শিকার গাজ্জার প্রতি সংহতি জানাতে নববর্ষ উদযাপন বাতিল করেছে সুইডেনের জনগণ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গাজ্জাবাসীর প্রতি সংহতি জানাতে সুইডেনের শত শত মানুষ নববর্ষ উদযাপন বাতিল করে বুধবার গভীর রাতে রাজধানী স্টকহোমে সমাবেশ করেছে।

এতে আরো বলা হয়, বিভিন্ন নাগরিক সংগঠনের ডাকে হিমশীতল আবহাওয়া উপেক্ষা করে ঐতিহাসিক সেগেলস তর্গ স্কয়ারে জড়ো হয় বিক্ষোভকারীরা। তর্গ স্কয়ারে নতুন বছর উদযাপনের পরিবর্তে তারা ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় নিহত শিশু ও বেসামরিক মানুষের জন্য শোক প্রকাশ করেন।

এসময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান ও দাবী সম্বলিত ব্যানার বহন করছিলেন, যেখানে লেখা ছিলো—“গাজায় শিশুদের হত্যা করা হচ্ছে”, “বিদ্যালয় ও হাসপাতাল বোমা হামলার শিকার হচ্ছে”, “অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করো”,
“খাদ্য অবরোধ বন্ধ করো”।

বিক্ষোভকারীরা অবৈধ রাষ্ট্র ইসরাইলকে গাজ্জা গণহত্যা বন্ধের দাবী জানানোর পাশাপাশি সুইডেন সরকারকে তাদের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহবানও জানায়।

আয়োজকদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, নতুন বছরে আমরা ফিলিস্তিনে গণহত্যা, অবরোধ এবং এসব ঘটনার প্রতি নীরবতা প্রত্যাখ্যান করি। অন্যায়ের দিকে চোখ বন্ধ করে আমরা নতুন বছর শুরু করতে রাজি নই।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরাইল ফিলিস্তিনের সঙ্গে করা শান্তি প্রতিশ্রুতি মানছে না। বিশ্ব যখন নতুন বছরে প্রবেশ করছে, সন্ত্রাসবাদী দখলদার রাষ্ট্রটি তখনও ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে। যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনিরা নিহত হচ্ছেন, অবরোধ চলছে এবং অসংখ্য মানুষ আশ্রয়হীন অবস্থায় প্রচন্ড ঠান্ডায় জমে মারা যাচ্ছে।

নববর্ষ উদযাপন বাতিল বা বিসর্জন দেওয়া সুইডেনের বিক্ষোভকারীরা তর্গ স্কয়ারে সমাবেশ শেষে ফিলিস্তিনি পতাকা হাতে ও মশাল জ্বালিয়ে সুইডিশ পার্লামেন্টের অভিমুখে মিছিলও বের করে। পার্লামেন্টের সামনে গাজ্জার সমর্থনে বিভিন্ন দাবী-দাওয়া জানাতে থাকে।

সংবাদমাধ্যমের তথ্যমতে, ইসরাইল বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজ্জার ৭১ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত করা হয়েছে ১ লাখ ৭১ হাজারেরও বেশি মানুষকে।

গাজ্জা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, সর্বশেষ গত ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে অন্তত ৪১৪ জন ফিলিস্তিনি অবৈধ রাষ্ট্র ইসরাইল কর্তৃক হত্যার শিকার হয়েছে এবং আহত হয়েছে ১,১০০-এর বেশি মানুষ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ