বাংলাদেশি বোলার মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল থেকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মোস্তাফিজকে বাদ দেওয়ায় ভারত সরকার ও ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) ধন্যবাদ দিয়েছেন বিজেপি নেতা সংগীত সোম। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লাস করতে দেখা গেছে হিন্দুত্ববাদীদের।
মানস বিশ্বাস নামের একজন লিখেছেন, ‘ছোটলোকগুলোকে এনে এখানে জল বওয়ানোর কাজে লাগালে অন্য লেভেলের শান্তি!’
দত্ত দেবব্রত নামের একজন লিখেছেন, ‘বিস্মিত হওয়ার কি আছে? যোগ্যতা আছে ১০ লাখ টাকা পাওয়ার, তাকে দিচ্ছি ৯ লাখ কুড়ি হাজার; ও নিজের দেশে বিলু পপুলার লীগ যার পোশাকি নাম বিপিএল সেখানে কত পায়?’
দেবজ্যোতি মুখার্জি লিখেছেন, ‘এবার সর্বাগ্রে উচিত সমস্ত বাংলাদেশি চলচ্চিত্র শিল্পী ও অন্যান্য সাংস্কৃতিক জগতের মানুষকে এই দেশ থেকে অবিলম্বে বার করে দেওয়া… শালারা ভারতের খাবে ভারতের পড়বে কিন্তু ভারতের পক্ষে একটা কথাও বলবে না… দু-দুজন হিন্দুকে জ্যান্ত জ্বালিয়ে দেয়া হলো… জয়া আহসান / শাকিবকে একটাও কথা বলতে শুনেছেন?’
এদিকে এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে মোস্তাফিজকে নেওয়ায় শাহরুখ খানের সমালোচনা করেন বিজেপি নেতা সংগীত। তিনি বলেন, মোস্তাফিজকে দলে নেওয়ার সিদ্ধান্ত সঠিক হয়নি। কেকেআরের বোঝা উচিত ছিল, বাংলাদেশি ক্রিকেটারকে নেওয়া হলে তা দেশের কোটি কোটি হিন্দুর ধর্মীয় ভাবাবেগকে আঘাত করবে। শাহরুখ খানকে গাদ্দার বলে অভিহিত করেন সংগীত সোম।
মোস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে বিসিসিআইয়ের নির্দেশমোস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে বিসিসিআইয়ের নির্দেশ
তিনি বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার অভিযোগ তুলে বলেন, এটা মেনে নেওয়া যায় না।
সংগীত সোম ভারতের উত্তর প্রদেশের সারধানা বিধানসভা আসন থেকে ২০১২ ও ২০১৭ সালের ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন। ২০১৩ সালে মুজফফরনগর দাঙ্গায় জড়িত থাকার গুরুতর অভিযোগ আছে তার বিরুদ্ধে।
বেশ কয়েক দিন ধরেই মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার বিষয়টি নিয়ে গুঞ্জন চলছিল। ভারতের উগ্র কয়েকজন নেতা-কর্মী পিচ নষ্টের হুমকি দিয়েছেন মোস্তাফিজকে দলে নেওয়ায়। তাতে মোস্তাফিজের আইপিএলে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়। অবশেষে সেটাই সত্যি হলো।











