বৃহস্পতিবার | ৮ জানুয়ারি | ২০২৬
spot_img

ভেনেজুয়েলায় আমেরিকার হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলায় আমেরিকার সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি একে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আনোয়ার ইব্রাহিম বলেন, আমেরিকার ব্যতিক্রমী পরিসর ও এক সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। তার ভাষায়, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে বেআইনি শক্তি প্রয়োগের শামিল।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, মাদুরো ও তার স্ত্রীকে কোনো ধরনের অযথা বিলম্ব ছাড়াই মুক্তি দিতে হবে। তিনি সতর্ক করে বলেন, বাইরের শক্তির হস্তক্ষেপের মাধ্যমে ক্ষমতাসীন কোনো রাষ্ট্রপ্রধানকে জোরপূর্বক অপসারণ করা হলে তা এক বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করবে। এতে রাষ্ট্রগুলোর মধ্যে ক্ষমতা ব্যবহারের মৌলিক সংযম ও ভারসাম্য ক্ষুণ্ন হবে।

আনোয়ার ইব্রাহিম আরও বলেন, ভেনেজুয়েলার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একমাত্র সে দেশের জনগণেরই রয়েছে। অন্য কোনো দেশের সামরিক বা রাজনৈতিক হস্তক্ষেপ সেই অধিকারকে প্রশ্নবিদ্ধ করে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ