ইমারাতে ইসলামিয়া আফাগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বরাদার আখুন্দ বলেছেন, ইসলামি মাদরাসা সমাজ সংস্কার, দ্বীনি জ্ঞান, জিহাদ, চিন্তাগত প্রশিক্ষণ এবং ইসলামি আন্দোলনের গুরুত্বপূর্ণ ভিত্তি।
তিনি বলেন, আফগানিস্তানে ২০ বছরের দখলদারিত্বের অবসানে সাধারণ জনগণের পাশাপাশি আলেমরাও অগণিত ত্যাগ স্বীকার করেছেন, আর সেই ত্যাগের ফলেই আজ দেশে ইসলামি ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) কান্দাহার প্রদেশের আল-জামিয়া আল-ইসলামিয়া দারুল উলুম মাদরাসার দস্তারবন্দি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মোল্লা বারাদার আলেমদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্বীনি হিকমত ও প্রজ্ঞার মাধ্যমে মানুষকে কোমল ভাষায় সঠিক পথে আহ্বান জানাতে হবে। একই সঙ্গে তিনি কাউকে তিরস্কারমূলক বা কঠোর ভাষায় কথা না বলার নির্দেশনা দেন।
তিনি বলেন, ইমারাতে ইসলামিয়া দেশের সর্বাঙ্গীণ উন্নয়নের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক অংশগ্রহণে বিশ্বাসী। গত চার বছরে এই অংশগ্রহণ আরও শক্তিশালী হয়েছে, যা আলেম, শিক্ষাবিদ ও পেশাদার কর্মীদের পরামর্শ এবং মতামতের ভিত্তিতে পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, আফগানিস্তানে তুলনামূলকভাবে বর্তমান রাজনৈতিক ক্ষমতা সবচেয়ে স্থিতিশীল ও ভারসাম্যপূর্ণ অবস্থায় রয়েছে। তার মতে, শাসনব্যবস্থা ও সরকারের কাঠামোর মধ্যে আলাদা রাজনৈতিক ধারা, বিরোধী ধারা এবং জাতীয় সিদ্ধান্তের বিরুদ্ধে হুমকিস্বরূপ কর্মকাণ্ড বিলুপ্ত হয়েছে। একই সঙ্গে প্রশাসনিক অংশগ্রহণ ও স্বচ্ছতা বেড়েছে, অর্থনৈতিক অবকাঠামো গড়ে উঠছে, জনসেবা সম্প্রসারিত হয়েছে এবং জাতীয় সন্তুষ্টি বৃদ্ধি পেয়েছে।
মোল্লা বরাদার বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানান, যেন তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আফগানিস্তানের সম্ভাবনাময় সক্ষমতা ও দৃঢ় সংকল্প থেকে যথাযথভাবে উপকৃত হয়।
তিনি বলেন, “একটি শান্তিপূর্ণ আফগানিস্তান অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকে সবার জন্য একটি বড় সুযোগ। কেউ যেন এই সুযোগকে হুমকিতে পরিণত না করে।”
আফগান ডেপুটি প্রধানমন্ত্রী দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, ইমারাতে ইসলামিয়ার পক্ষ থেকে কারও অধিকার ও আমানত নষ্ট হতে দেওয়া হবে না। দেশের নিরাপত্তা, উন্নয়ন ও পুনর্গঠনে সবাইকে নিজেদের সরকারের পাশে দাঁড়াতে হবে।
শেষে তিনি আল-জামিয়া আল-ইসলামিয়া দারুল উলুম কান্দাহার থেকে স্নাতক হওয়া এক হাজার ফাজিল ও তাদের পরিবারকে অভিনন্দন জানান, এবং তাদের প্রতি আহ্বান জানান, নিজেদের জ্ঞানের বাস্তব প্রয়োগ করে তা মানুষের সামনে তুলে ধরতে।
সূত্র: আরটিএ











