বুধবার | ৭ জানুয়ারি | ২০২৬
spot_img

গত এক বছরে ১০ হাজারের অধিক ভিক্ষুককে পুনর্বাসন করেছে তালেবান সরকার

আফগানিস্তানে গত এক বছরে ১০ হাজারের অধিক ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে বলে জানিয়েছেন ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র মাওলান জাবিহুল্লাহ মুজাহিদ।

তিনি বলেন, গত বছরে দেশজুড়ে ২৫ হাজার ২২৮ জন মাদকাসক্ত চিকিৎসার আওতায় গিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। একই সময়ে বড় শহরগুলো থেকে ১০ হাজার ৬৬৪ জন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে এবং প্রতিটি দরিদ্র ব্যক্তির জন্য নগদ সহায়তা হিসেবে ২ হাজার আফগানি নির্ধারণ করে বিতরণ করা হয়েছে।

মুহাজির প্রসঙ্গে তিনি বলেন, গত বছরে অন্যান্য দেশ ও বিদেশি দেশগুলো থেকে ২৮ লাখ মুহাজির এবং আফগান নাগরিক আফগানিস্তানে ফিরে এসেছেন। তিনি যোগ করেছেন, তাদের প্রত্যাবর্তন প্রক্রিয়া উপযুক্তভাবে পরিচালিত হয়েছে, প্রয়োজনীয় সেবা দেওয়া হয়েছে এবং মুহাজিরদের জন্য জায়গা বণ্টনের প্রক্রিয়াও চলমান রয়েছে এবং মহাজিরদের জন্য শহরক বণ্টনের প্রক্রিয়াও চলমান রয়েছে।

মাওলানা মুজাহিদ বলেন, গত বছরে নিরাপত্তা বাহিনী ও পুলিশ প্রশিক্ষণ, কূটনীতি ও বিদেশ সফর, মাদকাসক্তদের চিকিৎসা, ভিক্ষুক পুনর্বাসন এবং মুহাজির প্রত্যাবর্তনসহ একাধিক খাতে কার্যক্রম ও অগ্রগতির তথ্য রয়েছে। তিনি এসব খাতে নির্দিষ্ট সংখ্যা ও পদক্ষেপের কথা উল্লেখ করেছেন।

তিনি বলেন, গত বছরে জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তা বাহিনীর সংখ্যা বেড়ে ১ লক্ষ ৮১ হাজার ৮৪ জনে পৌঁছে গেছে।

তিনি আরও বলেন, একই সময়ে নিরাপত্তা, অপরাধ, সীমান্ত, লজিস্টিক ও অন্যান্য খাতে ১ লক্ষ ৩০০ জন পুলিশ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এবং প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

কূটনীতি ও বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, গত বছরে আফগানিস্তানের সরকার ভালো অগ্রগতি করেছে। তিনি জানান, রাশিয়া কর্তৃক তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি রাশিয়া কর্তৃক ইমারাতে ইসলামিয়াকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ডেপুটি প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যরা অর্থনৈতিক, বাণিজ্যিক লক্ষ্য এবং কূটনৈতিক সম্পর্ক দৃঢ় করার উদ্দেশ্যে ৯৯টি বিদেশ সফর করেছেন।

সূত্র : আরটিএ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ