বৃহস্পতিবার | ৮ জানুয়ারি | ২০২৬
spot_img

দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে সম্মত চীন-পাকিস্তান

দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা ও সমন্বয় আরো জোরদার করতে সম্মত হয়েছে পাকিস্তান ও চীন। বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যুতে আলোচনা করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ ইসহাক দার।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের চীন সফর নিয়ে দেয়া এক বিবৃতিতে একথা জানানো হয়।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের দেয়া বিবৃতিতে বলা হয়, বৈঠকে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর, বাণিজ্য, বহুপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, বৃহত্তর অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য পাকিস্তান-চীন বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে দুই দেশ। উভয় পক্ষই পাকিস্তান ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী যথাযথভাবে উদযাপন করতে সম্মত হয়েছে।

ইসহাক দার চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইক্সিংয়ের সাথে দেখা করেছেন এবং চীনা কমিউনিস্ট পার্টিকে তাদের ২০তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনের সফল আয়োজনের জন্য অভিনন্দন জানিয়েছেন। এছাড়া, চীনা নির্বাহী ভাইস প্রিমিয়ার ডিং জুয়েক্সিয়াংয়ের সঙ্গেও বৈঠক করেছেন পাক পররাষ্ট্রমন্ত্রী। এসময় পাকিস্তান-চীন কৌশলগত অংশীদারিত্ব আরো জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারা।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউনের

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ