ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বাস্থ্যমন্ত্রী মাওলানা নূরজালাল জালালী বলেছেন, চিকিৎসা পেশাকে অবশ্যই ব্যবসায়িক মনোভাব থেকে দূরে রাখতে হবে।
বেসরকারি স্বাস্থ্য খাতের প্রতিনিধিদের সঙ্গে নজরদারি কার্যক্রমের ফলাফল নিয়ে আয়োজিত এক বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বেসরকারি স্বাস্থ্য খাতকে দেশের চিকিৎসাসেবার মান উন্নয়নে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ ও অপরিহার্য অংশ হিসেবে উল্লেখ করেন।
আফগান স্বাস্থ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, স্বাস্থ্যসেবা দিতে হবে মানবিক চেতনা ও উচ্চমানের পেশাদার মানদণ্ড বজায় রেখে।
তিনি বলেন, বেসরকারি স্বাস্থ্য খাতের সেবাগুলো অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে এবং নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে প্রদান করতে হবে।
এছাড়াও তিনি বেসরকারি স্বাস্থ্য খাতের প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান, চিকিৎসা ক্ষেত্রে দেশীয় পণ্য ব্যবহারে গুরুত্ব দিতে। এতে জাতীয় অর্থনীতি শক্তিশালী হবে এবং নাগরিকরা আরও উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে।
সূত্র: হুরিয়াত রেডিও











