রবিবার | ১১ জানুয়ারি | ২০২৬
spot_img

ইরানের বিক্ষোভে সক্রিয় ইসরাইলি এজেন্টরা

ইরানের বিক্ষোভের মাঝেই সংক্রিয়ভাবে কাজ করছেন ইসরাইলি এজেন্টরা, এমনটি জানিয়েছেন ইসরাইলের অতি-ডানপন্থী ঐতিহ্যমন্ত্রী আমিচাই এলিয়াহু।

তিনি বলেন, ইরানের মুদ্রা রিয়ালের পতন ও তীব্র অর্থনৈতিক সংকটকে ঘিরে সৃষ্ট বিক্ষোভের মধ্যে ইরানের ভেতরে সক্রিয় রয়েছে ইসরাইলি এজেন্টরা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ইসরাইলের আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন।

এলিয়াহু বলেন, গত বছরের জুনে ইরানের সঙ্গে সংঘটিত ১২ দিনের যুদ্ধে ইসরাইল স্থলভাগে এজেন্ট ব্যবহার করেছিল এবং বর্তমান সংকটকালেও একই ধরনের তৎপরতা অব্যাহত রয়েছে। নিউ আরবের সংবাদে এসেছে- এলিয়াহু দাবি করেছেন, তখন যেমন ইরানের ভেতরে থেকে হামলার ভিত্তি তৈরি করা হয়েছিল, এখনো তেমন কিছু এজেন্ট সেখানে কাজ করছে। তিনি বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি, আমাদের কিছু লোক এখনো ইরানের মাটিতে সক্রিয়।’

মন্ত্রী দাবি করেন, এসব এজেন্ট সরাসরি সরকার উৎখাতের জন্য কাজ না করলেও ইরানের সামরিক ও কৌশলগত সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে তৎপর রয়েছে। তার মতে, ইরান যেন অন্য কোনো দিক থেকে ইসরাইলের জন্য হুমকি হয়ে উঠতে না পারে, সেটি নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

এর আগে ১২ দিনের যুদ্ধের সময় ইরানের ভেতরে ইসরাইলি গোয়েন্দা এজেন্টদের তৎপরতার কথা তেহরানও স্বীকার করে। এরপর থেকে মোসাদ-এর হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে একাধিক গ্রেপ্তার চালানো হয়। জুন মাসের পর থেকে এ অভিযোগে অন্তত ১০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

এলিয়াহুর বক্তব্য ইরানে ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বহিরাগত হস্তক্ষেপের অভিযোগকে আরো উসকে দিয়েছে। শুক্রবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভের প্রেক্ষাপটে কড়া ভাষায় বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত ‘হাজারেরও বেশি ইরানির রক্তে রঞ্জিত।’ তিনি হুঁশিয়ারি দেন, ১৯৭৯ সালের বিপ্লবের আগে শাসন করা সাম্রাজ্যবাদী রাজবংশের মতোই ‘অহংকারী’ শক্তিকেও উৎখাত করা হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ