‘কর্মরত সাংবাদিক দিবস’ উদযাপন করেছে তুরস্ক।
শনিবার (১০ জানুয়ারি) দেশটির প্রেসিডেন্সি কমিউনিকেশনস ডিরেক্টরেট এই দিবস উপলক্ষে একটি বার্তা দেয়।
তুর্কি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এনসোশ্যাল’ এ দেওয়া বার্তায় বলা হয়, প্রেসের সদস্য যারা সঠিক, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তথ্য পৌঁছে দিতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন, আমরা তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই।
দায়িত্ব পালনকালে নিহত বা শহীদ হওয়া সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলা হয়, বিশ্বের কাছে সত্য তুলে ধরতে গিয়ে যারা শহীদ হয়েছেন, বিশেষত, গাজ্জার সাংবাদিকরা বিশ্ব মানবতা ও বিবেকের কণ্ঠস্বর হয়ে উঠেছেন।
কর্মরত সাংবাদিক দিবসের’ সামগ্রিক গুরুত্ব তুলে ধরে বলা হয়, “এই তাৎপর্যপূর্ণ দিনে আমরা আবারও দায়িত্ব পালনকালে নিহত ও শহীদ সকল সাংবাদিককে স্মরণ করছি। একই সঙ্গে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও তথ্য জানার অধিকারের গুরুত্ব পুনর্ব্যক্ত করছি।
প্রসঙ্গত, ১৯৬১ সালে সাংবাদিকদের অধিকার উন্নয়নে প্রণীত আইন কার্যকর করে তুরস্ক। এর স্মরণে ১০ জানুয়ারিকে ‘কর্মরত সাংবাদিক দিবস’ হিসেবে নির্ধারণ করে দেশটি।
তুর্কি প্রেসিডেন্সি কমিউনিকেশনস ডিরেক্টরেট দিবসটি উদযাপনে বিভিন্ন ধরণের কর্মসূচি গ্রহণ করে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো, জনসাধারণকে তথ্য জানাতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বিশেষভাবে তুলে ধরার ব্যবস্থা করা।
১৯৬১ সালে কার্যকর হওয়া সেই আইনগুলোর মাধ্যমে বিশেষত, সাংবাদিকদের চাকরির নিরাপত্তা ও ন্যায্য মজুরির বিষয়টি নিশ্চিত করা হয়েছিলো
সূত্র: মিডল ইস্ট মনিটর











