আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ২২ জানুয়ারি পর্যন্ত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সকল দলীয় প্রার্থী, দায়িত্বশীল, কর্মী ও সমর্থকদের নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কোন প্রার্থী বা দল মাঠে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে (বিশেষ করে ফেসবুকে) প্রচারণা না চালানোর আহ্বান জানিয়েছে দলটি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন মনিটরিং সেলের আহ্বায়ক মাওলানা আবদুর রব ইউসুফী এবং সিনিয়র যুগ্ম মহাসচিব ও নির্বাচন মনিটরিং সেলের সদস্য সচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া এই আহ্বান জানান।
বিবৃতিতে জমিয়ত নেতারা বলেন, নির্বাচনী আচরণবিধির যে কোন ধরনের লঙ্ঘন, যেমন পোস্টার, ব্যানার, ডিজিটাল প্রচারণা, ফেসবুক লাইভ, প্রচার পোস্ট, ভিডিও ক্লিপ ইত্যাদি শেয়ার বা প্রকাশ করাও স্পষ্টভাবে নিষিদ্ধ। এসব কার্যকলাপের ফলে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়নপত্র বাতিল পর্যন্ত করতে পারে।
তারা দলীয়ভাবে সকল প্রার্থী ও সংশ্লিষ্ট ভাইদেরকে ২২ জানুয়ারির পূর্ব পর্যন্ত প্রচারণা থেকে বিরত থাকতে জোরালোভাবে অনুরোধ করেন । পাশাপাশি শুধুমাত্র নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী প্রচারণা শুরু হলে পরবর্তীতে দায়িত্বশীলভাবে মাঠে নামার প্রস্তুতি গ্রহণ করতে বিশেষ আহ্বান জানান।











