বুধবার | ১৪ জানুয়ারি | ২০২৬
spot_img

ইসরাইলকে আন্তর্জাতিক আদালতে নেয়ার হুঁশিয়ারি জাতিসংঘ মহাসচিবের

জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা ‘ইউএনআরডব্লিউএ’র বিরুদ্ধে নেয়া পদক্ষেপ বাতিল না করলে ইসরাইলকে আন্তর্জাতিক বিচার আদালতে নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ বিষয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চিঠি দিয়েছেন তিনি।

চিঠিতে গুতেরেস ইসরাইলকে সতর্ক করে বলেন, জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার বিরুদ্ধে করা আইন বাতিল না করলে এবং জব্দ করা সম্পদ ও সম্পত্তি ফেরত না দিলে তিনি দেশটিকে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) পাঠাতে পারেন।

চিঠিতে গুতেরেস বলেন, ‘ইসরাইলের নেয়া পদক্ষেপ, যা আন্তর্জাতিক আইনের অধীনে ইসরাইলের বাধ্যবাধকতার সরাসরি লঙ্ঘন, সে সম্পর্কে জাতিসংঘ উদাসীন থাকতে পারে না। অবিলম্বে এগুলো প্রত্যাহার করতে হবে।’

ইসরাইলের পার্লামেন্ট ২০২৪ সালের অক্টোবরে একটি আইন পাস করে সংস্থাটিকে সেদেশে কাজ করা নিষিদ্ধ করে। পাশাপাশি কর্মকর্তাদের সংস্থাটির সঙ্গে যোগাযোগ করাও নিষিদ্ধ করে দেশটি। এরপর গত মাসে সেই আইন সংশোধন করে ইউএনআরডব্লিউএ’র কেন্দ্রগুলোতে বিদ্যুৎ বা পান সরবরাহ বন্ধ করে।

ইসরাইলি কর্তৃপক্ষ গত মাসে ইউএনআরডব্লিউএ’র পূর্ব জেরুজালেম অফিসও জব্দ করে। জাতিসংঘ পূর্ব জেরুজালেমকে ইসরাইলের দখলকৃত বলে মনে করে। তবে পুরো জেরুজালেমকে দেশের অংশ বলে দাবি করে ইসরাইল।

মঙ্গলবার জাতিসংঘে ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন নেতানিয়াহুকে লেখা গুতেরেসের চিঠি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ‘আমরা মহাসচিবের হুমকিতে বিচলিত নই। সন্ত্রাসবাদে ইউএনআরডব্লিউএ’র কর্মীদের জড়িত থাকার বিষয়টি মোকাবিলা করার পরিবর্তে, মহাসচিব ইসরাইলকে হুমকি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এটি আন্তর্জাতিক আইন রক্ষা করছে না।’

জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইউএনআরডব্লিউএকে গাজায় সাহায্য কার্যক্রম পরিচালনার মেরুদণ্ড হিসাবে বর্ণনা করেছে।

জাতিসংঘের শীর্ষ আইনি সংস্থা আন্তর্জাতিক বিচার আদালত। অক্টোবরে আইসিজে মতামত দেয় যে, গাজার বেসামরিক জনগণের মৌলিক চাহিদা পূরণ নিশ্চিত করতে ইসরাইলের বাধ্যবাধকতা রয়েছে। আইসিজে, যা আন্তর্জাতিক আদালত নামেও পরিচিত, এর মতামত আইনি ও রাজনৈতিক গুরুত্ব বহন করে, কিন্তু এগুলো বাধ্যতামূলক নয় এবং আদালতের কোনো প্রয়োগিক ক্ষমতা নেই।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ