বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করেছে আমেরিকা

ভেনেজুয়েলার তেল সম্পদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর আনুষ্ঠানিকভাবে তা আন্তর্জাতিক বাজারে বিক্রি শুরু করেছে মার্কিন প্রশাসন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটকের পর এই প্রক্রিয়া শুরু হলো। ইতোমধ্যে ৫০ কোটি ডলার সমমূল্যের জ্বালানি তেল বিক্রি সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মার্কিন প্রশাসনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।

এর আগে গত ৪ জানুয়ারি কারাকাসে এক ঝটিকা সেনা অভিযান চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউইয়র্কের ফেডারেল কারাগারে বন্দি করে রাখা হয়েছে, যেখানে তাঁদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক সরবরাহের অভিযোগে বিচারের প্রস্তুতি চলছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৭ জানুয়ারি ভেনেজুয়েলার জ্বালানি তেল যুক্তরাষ্ট্রে আনার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন যে, প্রথম চালান হিসেবে দেশটি থেকে ৩ থেকে ৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল আনা হচ্ছে। সেই চালানের একটি বড় অংশ বিক্রি করেই এই ৫০ কোটি ডলার আয় হয়েছে।

ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার তেল খাতকে মার্কিন নিয়ন্ত্রণে রেখে বিশ্ববাজারে জ্বালানির যোগান নিশ্চিত করতে চাইছে। তবে এই বিশাল তেল ভাণ্ডার ব্যবহারের ক্ষেত্রে আইনি ও বাণিজ্যিক জটিলতাগুলো এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গত শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন শীর্ষ তেল কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে এক বৈঠক করেন ট্রাম্প। সেখানে তিনি ভেনেজুয়েলার তেল খাতে অন্তত ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ আসার জোরালো প্রত্যাশা ব্যক্ত করেন। তবে মার্কিন কোম্পানিগুলো এখনই এই খাতে বিনিয়োগ করতে আগ্রহী নয় বলে সাফ জানিয়ে দিয়েছে।

অ্যাক্সন মোবিলের শীর্ষ নির্বাহী ড্যারেন উডস সাংবাদিকদের বলেন, ‘বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে ভেনেজুয়েলার তেল খাতে বিনিয়োগ সম্ভব নয়। এটি বর্তমানে বিনিময়ের অযোগ্য কারণ সেখানে প্রয়োজনীয় আইনি ও বাণিজ্যিক কাঠামো এখনো তৈরি হয়নি।’ বিনিয়োগের বিপরীতে কী সুফল আসবে, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বড় কোনো কোম্পানি সেখানে ঝুঁকি নিতে চাইছে না।

ভেনেজুয়েলা বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় তেল মজুতধারী দেশ হিসেবে পরিচিত। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) তথ্যমতে, দেশটির খনিগুলোতে অন্তত ৩০ হাজার ৩০০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল মজুত আছে, যা বিশ্বের মোট তেলের এক-পঞ্চমাংশ। তবে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও নিষেধাজ্ঞার কারণে দেশটির উৎপাদন ক্ষমতা দৈনিক মাত্র ১০ লাখ ব্যারেলে নেমে এসেছে।

ভেনেজুয়েলার তেল অত্যন্ত ভারী ও ঘন হওয়ায় এটি উত্তোলনের জন্য বিশেষ প্রযুক্তির প্রয়োজন হয়। তবে এই তেল পরিশোধনের মাধ্যমে উন্নত মানের ডিজেল, অ্যাসফল্ট ও কলকারখানার জ্বালানি তৈরি করা সম্ভব, যা আন্তর্জাতিক বাজারে অত্যন্ত চাহিদাসম্পন্ন।

সূত্র: সিএনএন

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ