শনিবার | ১৭ জানুয়ারি | ২০২৬
spot_img

আচরণবিধি লঙ্ঘন ইস্যুতে ইসিতে ব্যাখ্যা দিলেন মাওলানা মামুনুল হক

‎নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) দেয়া কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব দিয়েছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপস্থিত হয়ে তিনি এই ব্যাখ্যা প্রদান করেন।

‎কমিশন এখন তার দেয়া ব্যাখ্যা পর্যালোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

লিখিত জবাব দেওয়ার পর মামুনুল হক সাংবাদিকদের বলেন, আমি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছি ঠিকই, তবে নিজ নির্বাচনী এলাকার জন্য কোনো ধরনের প্রচার-প্রচারণা চালাইনি।

তিনি বলেন, তার কার্যক্রমকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং তিনি সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক কোনো প্রচারণায় অংশ নেননি।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি মাওলানা মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল ইসি।

নোটিশে বলা হয়, গত ১৩ জানুয়ারি বিকেলে ইসি ভবনের সামনে অনুসারীদের নিয়ে লিফলেট বিতরণ করেন মামুনুল হক, যা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন নির্ধারিত রয়েছে। কমিশনের মতে, ভোটগ্রহণের তিন সপ্তাহ আগে এ ধরনের কার্যক্রম ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ৩ ও ১৮ বিধির সুস্পষ্ট লঙ্ঘন। এই অভিযোগেই তাকে ১৭ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছিল।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ