শহীদ শরিফ ওসমান হাদি হত্যার সঙ্গে রাষ্ট্রের একটি অংশ জড়িত বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
তিনি বলেন, এই হত্যাকাণ্ডের বিচার স্বাধীন বাংলাদেশেই নিশ্চিত করা হবে।
রোববার (১৮ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির পায়রা চত্বরে আয়োজিত শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বক্তব্যের শুরুতে ডাকসু ভিপি আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গকারী সব শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, শহীদরা মৃত নন, তারা আল্লাহর কাছে জীবিত এবং রিজিকপ্রাপ্ত।
সাদিক কায়েম বলেন, শহীদ ওসমান হাদি শুধু বক্তৃতা ও বিবৃতির মধ্যে সীমাবদ্ধ ছিলেন না। তিনি কাজের মাধ্যমে প্রমাণ করেছেন লড়াইটা কার বিরুদ্ধে। সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে ইনকিলাব সেন্টার থেকে শুরু করে দেশব্যাপী মানুষের অব্যক্ত কথাগুলো তিনি সাহসের সঙ্গে তুলে ধরেছেন।
তিনি আরও বলেন, ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত শহীদ ওসমান হাদির রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।
ডাকসু ভিপি বলেন, ওসমান হাদির লড়াই ছিল একটি সাংস্কৃতিক লড়াই। রাজনৈতিক আজাদি অর্জিত হলেও সাংস্কৃতিক আজাদি এখনো অর্জিত হয়নি। মিডিয়ায় এখনো এমন চক্র সক্রিয় রয়েছে যারা জুলাই বিপ্লবের যোদ্ধাদের হত্যাযোগ্য হিসেবে উপস্থাপন করছে এবং খুনি হাসিনাসহ আধিপত্যবাদী শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করছে।











