সোমবার | ১৯ জানুয়ারি | ২০২৬
spot_img

তারেক রহমানের চেহারার দিকে তাকালেই বুঝা যায়, তিনি খুব আমলদার মানুষ: মুফতী মনির কাসেমী

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী ও জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতী মনির হোসাইন কাসেমী বলেছেন, ‘ভবিষ্যতে যিনি দেশের দায়িত্ব নিতে যাচ্ছেন, তিনি তারেক রহমান সাহেব। উনি নির্বাসিত জীবন যাপনের সাথে সাথে তার আমূল পরিবর্তন হয়েছে। তিনি যেকোনো দাড়িওয়ালা-জুব্বাওয়ালা আলেমের চাইতে কোনো দিক থেকে কম নয়। তিনি খুব বেশি আমলদার মানুষ, তার চেহারার দিকে তাকালেই বুঝা যায়।

রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার বিলাসনগর এলাকার দারুসসুন্নাত ছালেহিয়া মোহেব্বীয়া দীনিয়া মাদরাসায় এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মুফতী মনির কাসেমী বলেন, ‘প্রার্থী হিসেবে ইলেকশন, ভোট এগুলো নিয়ে আপনাদের সঙ্গে ২১ তারিখের পরে কথা বলবো। ২১ তারিখের আগে ভোট চাওয়া যাবে না। এদিক-সেদিক কথা বললেই শোকজ দেওয়া হবে এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হবে। সুতরাং আমি একজন সুনাগরিক হিসেবে যে আইন ও বিধানগুলো আছে সেগুলো মেনে চলবো, এটাই স্বাভাবিক। দরবার শরিফের উসিলায় আমি আপনাদের কাছে ভোট না, দোয়া চাইতে এসেছি।’

তিনি আরো বলেন, ‘আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহতায়ালা শুধু এক মনিরকে নয়, নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনসহ দেশের অন্তত পক্ষে অর্ধেকের বেশি সিটে যেন সকলে মিলে আলেম-ওলামা ও ভালো মানুষকে বসাতে পারি। এই দেশ যেন পরিচালিত হয় কোরআন পড়ুয়া, দ্বীনদারের মাধ্যমে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ